আইপিএল থেকে সরে দাঁড়ালেন বেয়ারস্টো

jonny bairstow
জনি বেয়াস্টো। ফাইল ছবি: এএফপি

চোট থেকে সেরে উঠে আইপিএল দিয়েই ক্রিকেটের ফেরার কথা ছিল জনি বেয়ারস্টোর। কিন্তু আগ্রাসী এই ব্যাটার সিদ্ধান্ত বদলে ফেলেছেন। আসন্ন অ্যাশেজ সিরিজের কথা মাথায় রেখে নিজেকে সতেজ রাখতে  আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।

আইপিএলে পাঞ্জাব কিংসের হয়ে খেলেন বেয়ারস্টো। সেদিক থেকে টুর্নামেন্ট শুরুর ১০ দিন আগে তাই বড় ধাক্কা খেল শিখর ধাওয়ানের দল। আইপিএলের পর পরই শুরু হবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার বিখ্যাত অ্যাশেজ সিরিজ। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের খবর, বেয়ারস্টো জানিয়েছেন তিনি অ্যাশেজের জন্য প্রস্তুতি নিতে চান। এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন পাঞ্জাব কর্তৃপক্ষকে।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে গলফ খেলতে গিয়ে অদ্ভুতভাবে চোটে পড়েন বেয়ারস্টো, ছিটকে যান বিশ্বকাপ থেকে। বিশ্বকাপের পরও ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা হয়নি তার। অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশে বেয়ারস্টোকে ছাড়াই খেলে গেছে ইংল্যান্ড।

বেয়ারস্টো ইংল্যান্ডের কেন্দ্রীয় চুক্তির খেলোয়াড়। সব সংস্করণেই তিনি দলে নিয়মিত। বিশেষ করে টেস্টে তার ভূমিকা অনেক বড়। ফ্র্যাঞ্চাইজি লিগের জন্য তাই অ্যাশেজের মতো আসরকে ঝুঁকিতে ফেলতে চাইছেন না তিনি।

ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকসও এবার পুরো আইপিএল খেলবেন না। শেষ অংশের আগেই টুর্নামেন্ট ছেড়ে বিশ্রামে চলে যাবেন তিনি। পুরো ফুরফুরে হয়ে নামবেন অ্যাশেজে।

Comments