ড্রাফটের পর যেমন দাঁড়াল বিপিএলের সাত দলের স্কোয়াড 

BPL Draft
ফাইল ছবি: ফিরোজ আহমেদ

বিপিএলের নবম আসরের প্লেয়ার্স ড্রাফটে দল গুছিয়ে ফেলেছে সাতটি ফ্র্যাঞ্চাইজি। ২০২৩ সালের জানুয়ারি মাসে শুরু হবে বিপিএলের নতুন আসর, চলবে ফেব্রুয়ারি পর্যন্ত। 

বিপিএল ২০২৩: কারা কোন দলে

সিলেট স্টাইকার্স  

সরাসরি চুক্তিতে: মাশরাফি বিন মর্তুজা, মোহাম্মদ আমির (পাকিস্তান), মোহাম্মদ হারিস (পাকিস্তান), রায়ান বার্ল (জিম্বাবুয়ে), কামিন্দু মেন্ডিস (শ্রীলঙ্কা), ধনঞ্জয়া ডি সিলভা (শ্রীলঙ্কা), থিসারা পেরেরা (শ্রীলঙ্কা)। 

ড্রাফট থেকে দেশি:  মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, রেজাউর রহমান রাজা, নাবিল সামাদ, তৌহিদ হৃদয়, রুবেল হোসেন, জাকির হাসান, নাজমুল ইসলাম অপু, আকবর আলি, মোহাম্মদ শরিফুল্লাহ, তানজিম হাসান সাকিব। 

ড্রাফট থেকে বিদেশি: টম মুরস, গুলবদিন নাইব

ফরচুন বরিশাল

সরাসরি চুক্তিতে: সাকিব আল হাসান, ইফতেখার আহমেদ (পাকিস্তান), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র(পাকিস্তান), ইব্রাহিদ জাদরান (আফগানিস্তান), করিম জানাত (আফগানিস্তান), ওমর কাদির  (পাকিস্তান), রাহকিম কনর্নওয়েল (ওয়েস্ট ইন্ডিজ), কেসরিক উইলিয়ামস (ওয়েস্ট ইন্ডিজ), রাহামানুল্লাহ গুরবাজ (আফগানিস্তান)। 

ড্রাফট থেকে দেশি: মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, ইবাদত হোসেন, এনামুল হক বিজয়, কামরুল ইসলাম রাব্বি, ফজলে মাহমুদ রাব্বি, সৈয়দ খালেদ আহমেদ, সাইফ হাসান, কাজী অনিক, সানজামুল ইসলাম, সালমান হোসেন।

ড্রাফট থেকে বিদেশি: হায়দার আলি (পাকিস্তান), চতুরঙ্গ ডি সিলভা(শ্রীলঙ্কা)।

খুলনা টাইগার্স

সরাসরি চুক্তিতে: তামিম ইকবাল, আবিস্কা ফার্নেন্দো (শ্রীলঙ্কা), ওয়াহাব রিয়াজ (পাকিস্তান), নাসিম শাহ (পাকিস্তান), আজম খান(পাকিস্তান)। 

ড্রাফট থেকে দেশি: মোহাম্মদ সাইফুদ্দিন, ইয়াসির আলি চৌধুরী, নাসুম আহমেদ, নাহিদুল ইসলাম,  মুনিম শাহরিয়ার, সাব্বির রহমান,  শফিকুল ইসলাম, প্রীতম কুমার, হাবিবুর রহমান সোহান, মাহমুদুল হাসান জয়। 

ড্রাফট থেকে বিদেশি:  দাসুন শানাকা (শ্রীলঙ্কা), পল মিক্রিন (নেদারল্যান্ডস)। 

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স 

সরাসরি চুক্তিতে: আফিফ হোসেন, বিশ্ব ফার্নেন্দো (শ্রীলঙ্কা), আশান প্রিয়ঞ্জন (শ্রীলঙ্কা), কার্টিস ক্যাম্পের (আয়ারল্যান্ড)। 

ড্রাফট থেকে দেশি: মৃত্যুঞ্জয় চৌধুরী, শুভাগত হোম চৌধুরী, মেহেদী হাসান রানা, ইরফান শুক্কুর, মেহেদী মারুফ, জিয়াউর রহমান,  তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহি, ফরহাদ রেজা, তৌফিক খান তুষার।

ড্রাফট থেকে বিদেশি: ম্যাক্স ও'ডাউড (নেদারল্যান্ড), উন্মুক্ত চাঁদ (ভারত/যুক্তরাষ্ট্র) । 

কুমিল্লা ভিক্টোরিয়ান্স 

সরাসরি চুক্তিতে: মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ রিজওয়ান (পাকিস্তান), শাহীন আফ্রিদি (পাকিস্তান), হাসান আলি (পাকিস্তান), খুশদিল শাহ (পাকিস্তান), মোহাম্মদ নবি (আফগানিস্তান), আবরার আহমেদ(পাকিস্তান)। 

ড্রাফট থেকে দেশি: লিটন দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, তানভীর ইসলাম, ইমরুল কায়েস,আশিকুজ্জামান, জাকের আলি অনিক, সৈকত আলি, আবু হায়দার রনি, নাঈম হাসান, মুকিদুল ইসলাম মুগ্ধ।  

ড্রাফট থেকে বিদেশি: শন উইলিয়ামস (জিম্বাবুয়ে), চ্যাডউইক ওয়ালটন (ওয়েস্ট ইন্ডিজ)।

রংপুর রাইডার্স 

সরাসরি চুক্তিতে: নুরুল হাসান সোহান, শোয়েব মালিক(পাকিস্তান), পাথুম নিশানকা (শ্রীলঙ্কা), হারিস রউফ(পাকিস্তান), মোহাম্মদ নাওয়াজ (পাকিস্তান), জেফ্রি ভ্যান্ডার্সি (শ্রীলঙ্কা), সিকান্দার রাজা (জিম্বাবুয়ে)। 

ড্রাফট থেকে দেশি: শেখ মেহেদী হাসান, হাসান মাহমুদ, নাঈম শেখ, রাকিবুল হাসান, শামীম পাটোয়ারি, রিপন মন্ডল, রনি তালুকদার, পারভেজ হোসেন ইমন, রবিউল হক, আলাউদ্দিন বাবু। 

ড্রাফট থেকে বিদেশি: আজমাতুল্লাহ ওমুরজাই (আফগানিস্তান), অ্যারন জোন্স (যুক্তরাষ্ট্র)। 

ঢাকা ডমিনেটর্স 

সরাসরি চুক্তিতে: তাসকিন আহমেদ, চামিকা করুনারত্নে (শ্রীলঙ্কা), দিলশান মুনাওয়ারা (শ্রীলঙ্কা)। 

ড্রাফট থেকে দেশি: মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, শরিফুল ইসলাম,  আরাফাত সানি, নাসির হোসেন, আল-আমিন হোসেন সিনিয়র, অলক কাপালি, মনির হোসেন, আরিফুল হক, মুক্তার আলি, মিজানুর রহমান, দেলোয়ার হোসেন।

ড্রাফট থেকে বিদেশি: শান মাসুদ, আহমেদ শেহজাদ (পাকিস্তান), উসমান ঘানি (আফগানিস্তান), সালমান এরশাদ। 

 

 

 

Comments

The Daily Star  | English
What is Indian media’s gain in branding us as a Hindu-hating country?

What is Indian media’s gain in branding us as a Hindu-hating country?

What has shocked me is their refusal to fact-check what they are writing, broadcasting or televising—a basic duty of any journalist.

12h ago