ভালো শুরুর পর দুই ওপেনারের বিদায়ে চাপে বাংলাদেশ
দুই ওপেনার তামিম ইকবাল ও এনামুল হক বিজয়ের ব্যাটে শুরুটা দারুণ হয়েছিল বাংলাদেশের। তবে সে ধারাটা ধরে রাখতে পারেনি টাইগাররা। বিদায় নিয়েছেন দুই ওপেনারই। তাতে কিছুটা হলেও চাপে বাংলাদেশ দল।
রোববার হারারে স্পোর্টস ক্লাবে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে টস হেরে ব্যাট করছে বাংলাদেশ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৬ ওভারে ২ উইকেটে ৯০ রান করেছে টাইগাররা। নাজমুল হোসেন শান্ত ১২ ও মুশফিকুর রহিম ৫ রান নিয়ে ব্যাটিং করছেন।
প্রথম ওয়ানডেতে কিছুটা ধীরে গতিতে ব্যাটিং করে বেশ সমালোচিত হয়েছিলেন তামিম। তবে দ্বিতীয় ওয়ানডেতে শুরু থেকেই রানের গতি সচল রেখে ব্যাটিং করেন তিনি। নিয়মিত বাউন্ডারি মেরে ৪৩ বলে তুলে নেন ফিফটি।
ফিফটি তুলে নেওয়ার পর তামিম টিকতে পেরেছেন আর মাত্র দুই বল। আরও একটি বাউন্ডারি মারতে গিয়েছিলেন। টানাকা চিভাঙ্গার বল পুল করেছিলেন তিনি। তবে বাড়তি বাউন্সে টাইমিংয়ে হেরেফের করে ধরা পড়েন মিডউইকেটে। শেষ পর্যন্ত ৪৫ বলে ১০টি চার ও ১টি ছক্কায় ৫০ রান করেন তামিম।
তবে আরেক ওপেনার এনামুল হক বিজয়ের আউটের ক্ষেত্রে নিজেদের কিছুটা দুর্ভাগা ভাবতেই পারে টাইগাররা। চিভাঙ্গার বলে ড্রাইভ করেছিলেন শান্ত। বোলার নিজেই বল ধরতে গেলে তার হাতে লেগে ভাঙে স্টাম্প। কিছুটা এগিয়েছিলেন এনামুল। অলসভাবে চেষ্টা চালালেও উইকেটে ফিরতে পারেননি তিনি। ২৫ বলে ৩টি চারের সাহায্যে ২০ রান করেন এ ওপেনার।
ব্যাট হাতে এদিন ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন তামিম। প্রথম ওভারেই মারেন দুটি বাউন্ডারি। পঞ্চম ওভারে মারেন প্রথম ছক্কা। সে ওভারে একটি বাউন্ডারি মারেন। তাতে প্রথম পাওয়ার প্লেতে বিনা উইকেটে আসে ৬২ রান। তবে পাওয়ার প্লের ঠিক পরের ওভারেই ভাঙে ৭১ রানের ওপেনিং জুটি।
Comments