টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, ফিরলেন এনামুল

জিম্বাবুয়েতে এবার টি-টোয়েন্টি সিরিজে লড়াইটা সে অর্থে করতে পারেনি বাংলাদেশ। অপেক্ষাকৃত দুর্বল এ দলের বিপক্ষে সিরিজ হেরেছে টাইগাররা। স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাস তলানিতে তাদের। তবে আশার কথা পছন্দের সংস্করণে ফিরেছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামছে দলটি।

প্রথম ম্যাচ শুরুর আগে ভাগ্যটা সঙ্গে যায়নি বাংলাদেশের। টস হেরেছেন অধিনায়ক তামিম ইকবাল। টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক রেগিস চাকাভা। অর্থাৎ আগে ব্যাটিং করতে হবে টাইগারদের। হারারে স্পোর্টস গ্রাউন্ডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর সোয়া ১টায়।

ঘরোয়া ক্রিকেটে বিশেষকরে ঢাকা প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফর্ম করে জাতীয় দলে ফিরেছিলেন এনামুল হক বিজয়। তবে পছন্দের সংস্করণ ওয়ানডে খেলার সুযোগ মিলেনি তার। অবশেষে জিম্বাবুয়েতে পেয়েছেন সে সুযোগ প্রথম ম্যাচে তাকে দলে রেখেছে টাইগাররা। সবশেষ ২০১৯ সালের জুলাইয়ে কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে খেলেছিলেন তিনি।

সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরের শেষ ওয়ানডে ম্যাচে পাঁচ উইকেট নিয়েছিলেন তাইজুল ইসলাম। তারপরও জিম্বাবুয়েতে প্রথম ম্যাচে জায়গা হয়নি তার। জায়গা হয়নি টি-টোয়েন্টি সিরিজে দারুণ বোলিং করা হাসান মাহমুদেরও। তিন পেসার মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামকে নিয়ে খেলছে টাইগাররা।

এছাড়া নুরুল হাসান সোহানের জায়গায় ফিরেছেন অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। সবশেষ ওয়েস্ট ইন্ডিজে খেলা শেষ ওয়ানডে ম্যাচ থেকে আরও বাদ পড়েছেন নাজমুল হোসেন শান্ত।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, লিটন দাস, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ে একাদশ: রেগিস চাকাভা, ইনোসেন্ট কাইয়া, ওয়েস্লি মাধেভেরে, টারিসাই মুসাকান্দা, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা, রায়ান বার্ল, লুক জংবি, ভিক্টর ন্যাউচি, রিচার্ড এনগারাভা ও ওয়েলিংটন মাসাকাদজা।
 

Comments

The Daily Star  | English

NCP unveils 24-point ‘New Bangladesh’ manifesto, calls for Second Republic and new constitution

Key pledges include recognising the July uprising and ensuring justice for those affected

15m ago