বাড়ছে বলপয়েন্ট কলমের দাম

বাজেট ২০২৩-২০২৪, বলপয়েন্ট কলম,
প্রতীকী ছবি

আগামী বাজেটে শিক্ষাসামগ্রীর গুরুত্বপূর্ণ অনুষঙ্গ কলমের দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সংসদে ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এ প্রস্তাব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল।

অর্থমন্ত্রী বলপয়েন্ট কলমের ওপর উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ মূল্য সংযোজন কর আরোপের প্রস্তাব করেন।

প্রস্তাবিত বাজেট অনুযায়ী, কারখানা থেকে বাজারে কলম সরবরাহের সময় এই কর আরোপ করা হবে। এর ফলে কলমের দাম বাড়বে।

Comments

The Daily Star  | English

Democracy ends where leadership begins

The Daily Star analysis of 25 political parties

12h ago