আইয়ুব বাচ্চুর গানের যতো অ্যালবাম

ayub bachchu
আইয়ুব বাচ্চু। স্টার ফাইল ছবি

বাংলাদেশের ব্যান্ডসংগীতের শিরোমণি আইয়ুব বাচ্চু প্রথম গান প্রকাশ করেন ১৯৭৭ সালে ‘হারানো বিকেলের গল্প’ শিরোনামে। তবে তার প্রথম একক অ্যালবাম ‘রক্তগোলাপ’ বের হয় ১৯৮৬ সালে আর দলীয় গানের প্রথম অ্যালবাম ‘এলআরবি’ প্রকাশিত হয় ১৯৯২ সালে।

এরপর তার একক অ্যালবামের মধ্যে রয়েছে ‘ময়না’ (১৯৮৮) ‘কষ্ট’ (১৯৯৫), ‘সময়’ (১৯৯৮), ‘একা’ (১৯৯৯), ‘প্রেম তুমি কি’ (২০০২), ‘দুটি মন’ (২০০২), ‘কাফেলা’ (২০০২), ‘প্রেম প্রেমের মতো’ (২০০৩), ‘পথের গান’ (২০০৪), ‘ভাটির টানে মাটির গানে’ (২০০৬), ‘জীবন’ (২০০৬), ‘সাউন্ড অব সাইলেন্স’ (২০০৭), ‘রিমঝিম বৃষ্টি’ (২০০৮), ‘বলিনি কখনো’ (২০০৯) এবং ‘জীবনের গল্প’ (২০১৫)।

১৯৭৮ সালে যোগ দেন ‘ফিলিংস’ ব্যান্ডে। এরপর ১৯৮০ ‘সোলস’-এর সঙ্গে শুরু হয় তার পথচলা। প্রায় এক দশক এই ব্যান্ডের সঙ্গেই ছিলেন তিনি। ‘সোলস’ ছাড়ার পর ১৯৯১ সালে নিজে গঠন করেন ব্যান্ড এলআরবি।

এলআরবি-র অ্যালবামগুলো হলো ‘এলআরবি’ (১৯৯২), ‘সুখ’ (১৯৯৩), ‘তবুও’ (১৯৯৪), ‘ঘুমন্ত শহরে’ (১৯৯৫), ‘ফেরারী মন’ (১৯৯৬), ‘স্বপ্ন’ (১৯৯৬), ‘আমাদের বিস্ময়’ (১৯৯৮), ‘মন চাইলে মন পাবে’ (২০০০), ‘অচেনা জীবন’ (২০০৩), ‘মনে আছে নাকি নেই’ (২০০৫), ‘স্পর্শ’ (২০০৮) এবং ‘যুদ্ধ’ (২০১২)।

Comments

The Daily Star  | English

Umama Fatema calls her SAD experience a ‘tragic chapter’

Former spokesperson accuses leadership of corruption and control from Hare Road

22m ago