ঈদে হলিউডের ২ ছবি স্টার সিনেপ্লেক্সে

Mile 22 and Alpha

আসছে ঈদুল আজহা উপলক্ষে হলিউডের দুটি চলচ্চিত্র প্রদর্শিত হবে রাজধানীর স্টার সিনেপ্লেক্সে। এর একটি হলো অ্যাকশন থ্রিলার মুভি ‘মাইল টুয়েন্টি টু’ এবং অন্যটি অ্যাডভেঞ্চারধর্মী ‘আলফা’।

ছবি দুটিই আন্তর্জাতিকভাবে মুক্তি পাবে আগামীকাল (১৭ আগস্ট)। একইদিনে সেগুলো মুক্তি পাবে বাংলাদেশেও।

পরিচালক পিটার বার্গের ‘মাইল টুয়েন্টি টু’ সিনেপ্লেক্সে দেখা যাবে সকাল ১০টা ৫০ মিনিট, দুপুর ১টা, দুপুর ৩টা ১০ মিনিট, বিকাল ৫টা ২০ মিনিট এবং সন্ধ্যা সাড়ে ৭টায়। এই ছবিটি আইএমডিবির জরিপে ১০ এর মধ্যে পেয়েছে ৭।

অন্যদিকে, পরিচালক আলবার্ট হাগসের ‘আলফা’ দেখা যাবে সকাল ১১টা ১০ মিনিট, দুপর ১টা ২০ মিনিট, দুপুর মাড়ে ৩টা, বিকাল ৫টা ৪০ মিনিট এবং রাত ৮টায়। ছবিটি আইএমডিবির জরিপে ১০ এর মধ্যে পেয়েছে ৬.৮।

Comments

The Daily Star  | English

Secretariat employees protest against 'stricter' govt service law

From 9:30am, officers and staff started gathering in front of building no. 6 at the Secretariat's Badamtola.

21m ago