‘একটি বন্দুক বদলে দিয়েছে জীবন’

sanjay dutt
বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। ছবি: সংগৃহীত

‘সঞ্জু’-র রেকর্ড সৃষ্টিকারী বাণিজ্যের মধ্যেই ভক্তরা প্রশ্ন তুলেছেন সঞ্জয় দত্তের জীবনের বিভিন্ন ঘটনা নিয়ে। আর সেসব প্রশ্নের উত্তর দিতে মুখ খুলতে হয়েছে ‘খলনায়ক’ অভিনেতাকেই।

পরিচালক রাজকুমার হিরানি তার নতুন ছবিটিতে সঞ্জয়ের জীবনের যেসব ঘটনা দেখিয়েছেন সেগুলোর মধ্যে ‘বন্দুক’ সৃষ্টি করেছে একটি বিশেষ অধ্যায়। কেননা, ১৯৯৩ সালের মুম্বাইয়ে বোমা বিস্ফোরণের সময় সঞ্জয়ের বাড়িতে একটি আগ্নেয়াস্ত্র পাওয়া গিয়েছিলো।

ফলে, দেশটির সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয় সুনীল-নাগির্সের ছেলের বিরুদ্ধে। তার বিরুদ্ধে মুম্বাইয়ের সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠে। পরে, বিস্ফোরণের দায় থেকে রেহাই পেলেও অস্ত্র আইনে সাজা হয় সঞ্জয়ের।

এ বিষয়ে ‘মুন্নাভাই’-খ্যাত এই অভিনেতা ভারতীয় গণমাধ্যমকে বলেন, “একটি বন্দুক বদলে দিয়েছে জীবন। শুধু বদলে দেওয়া হয়, যেন ধ্বংসই করে দিয়েছে জীবনটা। এর জন্যে প্রচুর মূল্য দিতে হয়েছে।”

বন্দুকের বিষয়টি ছাড়াও প্রশ্ন উঠেছে সঞ্জয়ের ‘নারী-সঙ্গ’ বিষয়ে। তবে এ নিয়ে ভক্তদের প্রশ্নবান ছুটেছে পরিচালক হিরানির দিকে। তাদের মতে, সঞ্জয় না হয় তার জীবনের ঘটনাগুলো পরিচালককে বলেছেন কিন্তু, চলচ্চিত্রে কী দেখানো হবে আর কী হবে না তা পরিচালকের ওপর নির্ভর করে। তবে, পরিচালকের এমন ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেছেন কেউ কেউ।

উল্লেখ্য, পরিচালক হিরানির ‘সঞ্জু’-তে সঞ্জয় দত্তের ‘অন্ধকার জীবনের গল্প’ সঠিকভাবে তুলে ধরা হয়নি বলে তেলেগু পরিচালক রাম গোপাল ভার্মা সেই বলিউড অভিনেতার আরেকটি জীবনীচিত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

 

আরও পড়ুন:

‘একটি বন্দুক বদলে দিয়েছে জীবন’

সর্বকালের সেরা ‘সঞ্জু’!

Comments

The Daily Star  | English

Fulfilling sky-high expectations Yunus govt’s key challenge

Says ICG report on completion of interim govt’s 100 days in office

4h ago