‘আবার কেনো সঞ্জয়ের বায়োপিক?’
পরিচালক রাজকুমার হিরানির ‘সঞ্জু’ মনোপুত না হওয়ায় পরিচালক রাম গোপাল ভার্মা আবারও ‘সঞ্জু’ বানানোর ঘোষণা দিয়েছেন। কিন্তু, ভার্মার সেই ঘোষণায় সন্তুষ্ট হতে পারেননি সঞ্জয় দত্তের বোন নম্রতা দত্ত।
নম্রতার প্রশ্ন- আবার কেনো সঞ্জয়ের বায়োপিক? আবার কেনো আমাদের সীমাহীন কষ্টের মধ্যে ঠেলে দেওয়া?
হিরানির ‘সঞ্জু’ রেকর্ড পরিমান বাণিজ্য করলেও তাতে না কী ‘খলনায়ক’ অভিনেতার জীবনকে পুরোপরিভাবে তুলে ধরা হয়নি। তাই ভার্মার ইচ্ছা মুন্নাভাইয়ৈর জীবনের ‘অন্ধকার’ অধ্যায়কে তিনি তুলে ধরবেন ‘সঞ্জু: দ্য রিয়েল স্টোরি’-তে।
তেলেঙ্গানার এই পরিচালকের মতে, ১৯৯৩ সালের মুম্বাই বিস্ফোরণের সঙ্গে সঞ্জয় কীভাবে জড়িত এবং সঞ্জয়ের হাতে কীভাবে একে ৫৬ রাইফেলটি এলো তা রণবীর কাপুর অভিনীত ‘সঞ্জু’-তে পরিষ্কারভাবে উঠে আসেনি। তিনি সঞ্জয়ের নতুন জীবনীচিত্রে তা তুলে ধরতে চান।
কিন্তু, ভার্মার সেই চাওয়া নিয়ে আপত্তি সঞ্জয়ের বোন নম্রতার। ভারতীয় গণমাধ্যমকে তিনি বলেন, “রাম গোপালের চলচ্চিত্রগুলো নেতিবাচক- অন্ধকার জীবনের গল্প বলে। সঞ্জয়ের জীবন নিয়ে কেনো এতো কাটাছেঁড়া করতে হবে? আমাদেরকে কেনো আবার আরও অনেক কষ্টের দিকে ঠেলে দেওয়া হচ্ছে?”
এমন প্রশ্নের উত্তরে রাম গোপাল ভার্মা বলেন, “হ্যাঁ, আমি ছবিটি তৈরি করতে যাচ্ছি।” তবে ছবিটিতে কারা অভিনয় করবেন সে বিষয়ে কিছু বলেননি তিনি।
তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
আরও পড়ুন
Comments