ভারতে ‘সঞ্জু’ ভীতি!

sanju
ছবিটি ‘সঞ্জু’ চলচ্চিত্রের একটি পোস্টার থেকে নেওয়া

মুক্তির সপ্তম দিনে ভারতের চলচ্চিত্রবাজারে ‘সঞ্জু’-র বেশ প্রভাব দেখা যাচ্ছে। ছবিটির ভালো-মন্দ নিয়ে বেশ সরব দেখা যাচ্ছে বলিউড-ভক্তদের। ‘খলনায়ক’-খ্যাত সঞ্জয় দত্তের জীবনীচিত্র ‘সঞ্জু’ ইতোমধ্যে বেশ কয়েকটি ছোট-ছোট রেকর্ডও সৃষ্টি করেছে।

‘সঞ্জু’-র জয়যাত্রা এবার রুখে দিয়েছে ভারতে হলিউডের দুটি গুরুত্বপূর্ণ ছবির মুক্তির তারিখ। আগামীকাল (৬ জুলাই) দেশটিতে অ্যানিমেটেড মুভি ‘আইল অব ডগস’ এবং অ্যাকশন থ্রিলার ‘সিকারিও: ডে অব দ্য সোলডেোড’ মুক্তি পাওয়ার কথা থাকলেও প্রেক্ষাগৃহগুলো তা স্থগিত করে দিয়েছে।

আইএমবডিবি-র রেটিংয়ে ‘আইল অব ডগস’ ১০ এ ৮.১ পয়েন্ট এবং ‘সিকারিও: ডে অব দ্য সোলডেোড’ ১০ এ ৭.৪ পয়েন্ট পেলেও এখন নাকি ভারতের দর্শকদের কাছে সেগুলোর তেমন কোনো গুরুত্ব নেই।

এছাড়াও, আগামী সপ্তাহে বলিউডের নতুন কোনো ছবি মুক্তির কথা ভাবছেন না প্রযোজক-পরিচালকরা। এমনকি, শাদ আলির ‘সুরমা’ এবং করণ জোহরের ‘ধড়ক’ যথাক্রমে ১৩ ও ২০ জুলাই মুক্তি পাওয়ার কথা থাকলেও ভারতে এ মাস জুড়ে ‘সঞ্জু’ ভীতি টিকে থাকবে বলে বলিউড বিশ্লেষকদের বিশ্বাস।

ডেকান ক্রনিকলের এক প্রতিবেদনে আজ (৫ জুলাই) বলা হয়, প্রত্যাশার চেয়ে অনেক ভালো করছে পরিচালক রাজকুমার হিরানির ‘সঞ্জু’। এর আগে ‘মুন্নাভাই’ সিরিজ, ‘থ্রি ইডিয়টস’ ও ‘পিকে’ বানিয়ে হিরানি তার দক্ষতার প্রমাণ দিয়েছিলেন।

কিন্তু, সঞ্জয় দত্তের ৩৭ বছরের যে জীবন-কাহিনি রণবীর কাপুরের মাধ্যমে হিরানি রূপালি পর্দায় তুলে ধরেছেন তা বলিউডে সৃষ্টি করেছে এক নতুন ‘বিষ্ময়’! প্রতিবেদনটিতে বলা হয়, হল মালিকদের কাছে ‘সঞ্জু’-র চাহিদা দিনে দিনে বেড়েই চলছে।

প্রথম ছয় দিনে ১৮৬ কোটি রুপির বেশি আয় করার পর এখন প্রথম সাতদিনে ছবিটির ২০০ কোটি রুপি ছোঁয়ার একটি প্রত্যাশার কথাও জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

আরও পড়ুন:

‘সঞ্জু’-র জয় জয়কার

Comments

The Daily Star  | English

Ending impunity for crimes against journalists

Though the signals are mixed we still hope that the media in Bangladesh will see a new dawn.

8h ago