সৃজিতের ‘শাহজাহান রিজেন্সি’-তে এবার ঋতুপর্ণাও

Rituparna Sengupta
অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত । ছবি: সংগৃহীত

কিছু ঘনিষ্ঠ দৃশ্য ছিল। তাই, চিত্রনাট্যটি পড়ার পর বন্ধু-নির্মাতা সৃজিতকে সবিনয়ে ‘না’ বলে দিয়েছিলেন কলকাতায় এই সময়ের ব্যস্ততম বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসান। সেই থেকে দুই দেশের গণমাধ্যমে সৃজিতের ছবি নিয়ে কৌতূহল শুরু।

জয়ার ওপর শতভাগ আস্থাশীল- এমন মন্তব্য করেও ওই চরিত্রে স্বস্তিকা মুখোপাধ্যায়কে নির্বাচন করে বিতর্কের আগুনে ঘি ঢালেন পরিচালক। এবার ঋতুপর্ণা সেনগুপ্তের নাম জড়িয়ে বিতর্কের সেই পুরনো আগুনকে আরও বাড়িয়ে দিয়েছেন তিনি।

জনপ্রিয় কথাসাহিত্যিক শংকরের বিখ্যাত উপন্যাস ‘চৌরঙ্গী’ অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রে অতিরিক্ত বিশেষ অভিনেত্রীর ভূমিকায় যুক্ত হতে চলেছেন ঋতুপর্ণা।

এই তথ্য কলকাতার সংবাদমাধ্যমকে জানিয়েছেন নির্মাতা নিজেই। সৃজিত বলেন, সম্প্রতি, বিদেশ ভ্রমণকালে একই ফ্লাইটে উঠেছিলেন তিনি ও ঋতুপর্ণা। সেখানেই তাদের মধ্যে এই ছবির বিষয়ে চূড়ান্ত কথা হয়।

ছবিটিতে অতিরিক্ত বিশেষ ভূমিকা ছাড়াও সৃজিতের পরবর্তী চলচ্চিত্রেও ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনয় করছেন বলেও সৃজিত সাংবাদিকদের জানান। তবে ওই চলচ্চিত্রের নাম প্রকাশ করেননি তিনি।

আগামী ১৫ জুলাই থেকে কলকাতায় ‘চৌরঙ্গী’ অবলম্বনে ‘শাহজাহান রিজেন্সি’ ছবির শুটিং শুরু হবে। কলাকুশলী নির্বাচন নিয়ে তুমুল আলোচনায় পড়া এই ছবিতে অভিনেতা হিসেবে থাকছেন পরমব্রত চট্টোপাধ্যায়, অবীর চট্টোপাধ্যায় ও অনির্বাণ ভট্টাচার্য।

ছবিটিতে আরও অভিনয় করছেন জনপ্রিয় সংগীতশিল্পী অঞ্জন দত্ত ও নৃত্যশিল্পী মমতা শঙ্কর। অভিনয়শিল্পীর তালিকায় রয়েছে রুদ্র নীল ঘোষ, কাঞ্চন মল্লিক, বাবুল সুপ্রিয় এবং সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়ের নামও।

Comments

The Daily Star  | English

Ending impunity for crimes against journalists

Though the signals are mixed we still hope that the media in Bangladesh will see a new dawn.

9h ago