সাংবাদিকতায় মম!

Zakia Bari Momo
অভিনেত্রী জাকিয়া বারী মম। ছবি: সংগৃহীত

অবশেষে রায়হান রাফি পরিচালিত ‘দহন’ সিনেমায় মায়া চরিত্রে অভিনয় শুরু করেছেন মম। গত ২১ জুন শুরু হওয়া শুটিং চলবে টানা ১৫ দিন।

রাজধানীর জোনাকী সিনেমা হলের সামনে এবং শাহবাগ এলাকায় দৃশ্যধারণের মধ্য দিয়ে মম ‘দহন’ চলচ্চিত্রের কাজ শুরু করেন। বর্তমানে বিএফডিসিতে ছবিটির শুটিং চলছে।

জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত এই ছবিটিতে একজন টেলিভিশন সাংবাদিকের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে মমকে।

জাকিয়া বারী মম দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “এই ‘দহন’-ছবিতে কাজ করতে পেরে সত্যিই অনেক ভালো লাগছে। আমার প্রতি পরিচালকের অগাধ বিশ্বাস আমাকে মুগ্ধ করেছে। যে নির্মাতা আমার অভিনয়ের উপর আস্থা রাখেন তার কাজটি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে করার চেষ্টা করি।”

এই ছবিটি ভালো কিছু হবে বলে আশা করেন ‘দারুচিনি দ্বীপ’-খ্যাত এই অভিনেত্রী।

‘দহন’ ছাড়াও যৌথ প্রযোজিত ‘বালিঘর’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন মম। অরিন্দম শীল পরিচালিত এই ছবির শুটিং শুরু হবে আগামী সেপ্টেম্বর মাসে।

Comments

The Daily Star  | English

Shammo murder: DMP chief pledges to end probe within a week

Says case to be sent to a special tribunal after investigation

44m ago