একটি হার্ভি ওয়েইন্সটিন হরর মুভি

Harvey Weinstein
হলিউডের এক সময়ের প্রখ্যাত প্রযোজক হার্ভি ওয়েইন্সটিন। ছবি: এএফপি

হলিউডের কুখ্যাত প্রযোজক হার্ভি ওয়েইন্সটিনকে নিয়ে তৈরি হচ্ছে হরর মুভি। এটি তৈরি করবেন স্বনামধন্য হরর মুভি পরিচালক ব্রিয়ান ডি পালমা।

১৯৭৬ সালে ‘ক্যারি’ চলচ্চিত্রটি তৈরি করে হরর মুভির জগতে নাম লেখান ডি পালমা। এর ৪০ বছরেরও বেশি সময় পর এই পরিচালক আবারও হাত দিলেন হরর মুভি তৈরির কাজে।

বিখ্যাত বিনোদন ম্যাগাজিন ‘ভ্যারাইটি’ জানায়, ৭৭ বছর বয়সী ডি পালমা নিজেই ছবিটির চিত্রনাট্য লেখার কাজে হাত দিয়েছেন। তাঁর মতে, ওয়েইন্সটিনের বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির যে অভিযোগ রয়েছে তাই হবে এই হরর মুভির মূল প্রতিপাদ্য।

সম্প্রতি বর্ষিয়ান এই পরিচালক ফরাসি সাংবাদমাধ্যম লে পারিজিয়ানকে বলেন, “এই কেলেঙ্কারির ঘটনা নিয়ে আমি একটি ছবিটির চিত্রনাট্য লিখছি। ছবিটি প্রযোজনার জন্যে একটি ফরাসি প্রতিষ্ঠানের সঙ্গে কথা হচ্ছে।”

“ছবিটির চরিত্রের নাম হার্ভি ওয়েইন্সটিন থাকবে না। তবে এটি হবে একটি হরর ফিল্ম। এখানে একজন যৌন নিপীড়নকারীর কথা থাকবে,” যোগ করেন ডি পালমা।

‘স্কারফেস’, ‘ড্রেসড টু কিল’, ‘দ্য আনটাচেবলস’ এবং ‘ব্লো আউট’-খ্যাত ডি পালমা তাঁর চিত্রনাট্য লেখা কবে শেষ করবেন সে বিষয়ে বিস্তারিত করে কিছু জানাননি।

উল্লেখ্য, ৮০ জনের বেশি নারী প্রকাশ্যে হলিউডের এক সময়ের প্রখ্যাত প্রযোজক হার্ভি ওয়েইন্সটিনের বিরুদ্ধে যৌন হয়রারি ও ধর্ষণের অভিযোগ এনেছেন।

Comments

The Daily Star  | English

The story of Hamid’s exit

Further details regarding the exit of former president Mohammed Abdul Hamid suggest he breezed through the airport before quietly departing for Thailand.

9h ago