রাষ্ট্রপতির ক্ষমায় মুক্তি পেয়েছে শীর্ষ সন্ত্রাসী জোসেফ

রাষ্ট্রপতির ক্ষমায় মুক্তি পেয়েছে শীর্ষ সন্ত্রাসী জোসেফ

হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নব্বইয়ের দশকের শীর্ষ সন্ত্রাসী তোফায়েল আহমেদ জোসেফ রাষ্ট্রপতির ক্ষমায় মুক্তি পেয়েছেন। ক্ষমা পাওয়ার পর গোপনে কারাগার ছেড়েছেন তিনি।

বর্ডার গার্ড বাংলাদেশের সাবেক এক মহাপরিচালকের ভাই জোসেফ রাষ্ট্রপতির ক্ষমা নিয়ে রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়েন। সেখানেই দণ্ডপ্রাপ্ত এই কয়েদীর ‘চিকিৎসা’ চলছিল।

জোসেফের কারামুক্তি সম্পর্কে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার গতকাল দ্য ডেইলি স্টারকে বলেন, ‘রাষ্ট্রপতি তাকে ক্ষমা করেছেন। আদেশ পাওয়ার পর আমরা তাকে ছেড়ে দিয়েছি।’

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বুধবার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, নিয়মনীতি মেনেই তাকে মুক্তি দেওয়া হয়েছে। চিকিৎসার জন্য তার বিদেশে যাওয়ার কথা রয়েছে।

Comments