ফেসবুক লাইভে প্রিয়াঙ্কা চোপড়া
কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদশর্নে এসেছেন বলিউডের প্রখ্যাত অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। আজ (২৪ মে) কুতুপালং শরণার্থী শিবির থেকে ফেসবুকে সরাসরি কথা বলেন তিনি।
এসময় প্রিয়াঙ্কা রোহিঙ্গা শিশুদের দুঃখ- দুর্দশার বণর্না দেন। পাশাপাশি তুলে ধরেন তাদের স্বপ্নও।
ইউনিসেফের এই শুভেচ্ছোদূত দেশ-বিদেশের বিভিন্ন ভক্তের প্রশ্নে উত্তর দেন সেসময়।
প্রশ্নকর্তারা মূলত রোহিঙ্গা শরণার্থীদের বর্তমান অবস্থা এবং চলতি বর্ষায় ঝড়-বৃষ্টি ও ভূমিধস থেকে তাঁদের রক্ষা করতে বিশ্ব সম্প্রদায়ের কী করণীয় তাও জানতে চান প্রিয়াঙ্কার কাছ থেকে।
কোন কোন প্রশ্নকর্তার উত্তরে এই সাবেক বিশ্বসুন্দরী রোহিঙ্গা শিশুদের জন্যে নেওয়া ইউনিসেফের বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন।
চারদিনের সফরে গত ২১ মে কক্সবাজারে আসেন ‘আন্দাজ’-খ্যাত এই অভিনেত্রী। বিভিন্ন শরণার্থী শিবির পরিদর্শন শেষে আজ ঢাকায় ফেরার কথা রয়েছে তাঁর।
প্রিয়াঙ্কার ফেসবুক লাইভের অংশটুকু দ্য ডেইলি স্টারের পাঠকদের জন্যে তুলে ধরা হলো।
উল্লেখ্য, নিজ দেশ মিয়ানমারে জাতিগত সহিংসতার শিকার হয়ে ২০১৭ সালের আগস্ট মাসের পর নতুন করে অন্তত ৮ লাখ রোহিঙ্গা শরণার্থী প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নেন।
Comments