নেটফ্লিক্সের জন্যে চলচ্চিত্র বানাবেন ওমামা দম্পতি

রাষ্ট্রপতি থেকে চলচ্চিত্র প্রযোজক

Barack Obama and Michelle Obama
নেটফ্লিক্সের জন্যে চলচ্চিত্র প্রযোজনার বিষয়ে কয়েক বছরের জন্যে একটি চুক্তি সই করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রপতি বারাক ওবামা এবং তাঁর স্ত্রী মিশেল ওবামা। ছবি: এএফপি ফাইল ফটো

একদা বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রপতি ছিলেন তিনি! এখন নিজেকে নিয়োজিত করছেন চলচ্চিত্র প্রযোজনায়। সম্প্রতি, বারাক ওবামা এবং তাঁর স্ত্রী মিশেল ওবামা নেটফ্লিক্সের জন্যে চলচ্চিত্র প্রযোজনার বিষয়ে কয়েক বছরের জন্যে একটি চুক্তি সই করেছেন।

গতকাল (২১ মে) নেটফ্লিক্সের পক্ষ থেকে এক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রযোজনার কাজের জন্যে হায়ার গ্রাউন্ড প্রডাকশন নামে একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন যুক্তরাষ্ট্রের এই সাবেক রাষ্ট্রপতি ও ফার্স্টলেডি। গত মার্চ মাস থেকে বিষয়টি নিয়ে গুঞ্জন শুরু হলেও নেটফ্লিক্স এ নিয়ে কোনো তথ্য দেয়নি।

নেটফ্লিক্স এবার আনুষ্ঠানিকভাবে জানায়, ওবামা ও তাঁর স্ত্রী বিভিন্ন বিষয়ের ওপর সিরিজ, চলচ্চিত্র এবং তথ্যচিত্র তৈরি করবেন। প্রতিষ্ঠানটির ঘোষণাপত্রে ওবামা বলেন, “আমরা জাতিতে জাতিতে সহমর্মিতা, সমঝোতা তৈরি করার লক্ষ্যে প্রতিভাবান মানুষগুলোকে সহযোগীতা করতে চাই। তাঁদের গল্পগুলো আরও অনেক মানুষের সামনে তুলে ধরতে চাই।”

মিশেল ওবামা বলেন, “বারাক এবং আমি বিশ্বাস করি যে আমাদেরকে অনুপ্রাণিত করার শক্তি রয়েছে একটি গল্পের। আমাদের চারপাশের পৃথিবীকে ভিন্নভাবে দেখার শক্তি যোগায় একটি গল্প। এছাড়াও, অন্যের প্রতি আমাদের উদার হওয়ার শিক্ষা দেয়।”

নেটফ্লিক্সের চুক্তির সঙ্গে সংশ্লিষ্ট এক সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানায়, কিছু কিছু অনুষ্ঠানে পর্দায় ওবামাকেও দেখা যেতে পারে। তবে সেসব কাজে কোন নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতিত্ব থাকবে না বলেও জানানো হয়।

ওবামা দম্পতির কাজগুলো আগামী বছরের আগে পাওয়া যাবে না বলেও সূত্রটি উল্লেখ করেন।

তথ্যসূত্র: দ্য টেলিগ্রাফ

Comments

The Daily Star  | English

The story of Hamid’s exit

Further details regarding the exit of former president Mohammed Abdul Hamid suggest he breezed through the airport before quietly departing for Thailand.

9h ago