১৫ কোটি রুপি দিয়ে ‘পুরনো দিল্লি’ বানাচ্ছেন করণ জোহর!
প্রায় ১৫ কোটি রুপি দিয়ে পুরনো দিল্লির আদলে একটি ‘শহর’ গড়ে তুলছেন বলিউডের প্রখ্যাত পরিচালক-প্রযোজক করণ জোহর। তবে এটি হবে একটি শুটিং সেট। এই ‘শহর’-এ তিনি শুরু করবেন তাঁর নতুর চলচ্চিত্র ‘কলঙ্ক’-এর কাজ।
ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার এক খবরে আজ (২৬ এপ্রিল) বলা হয়, ১৫ কোটি রুপি খরচ করে প্রডাকশন ডিজাইনার অমৃতা মহাল নাকাইকে দিয়ে পুরনো দিল্লির আদলে ‘কলঙ্ক’-এর সেট তৈরি করা হচ্ছে।
এতে আরও বলা হয়, দেশভাগের প্রেক্ষাপটে ১৯৪০ এর দশকের দিল্লির আবহ গড়ে তোলা হবে সেটটিতে। সেই সময়ের সাজসজ্জাও তুলে ধরা হবে এখানে।
ফিল্ম সিটির ভেতরে তৈরি হতে যাওয়া এই ‘শহর’ থাকবে কঠোর নিরাপত্তা বলয়ের ভেতর। যাতে ‘শহর’-টির দালানের সাজসজ্জা আগে-ভাগেই কেউ জানতে না পারেন।
সম্প্রতি, করণ জোহর গণমাধ্যমকে বলেছিলেন, ‘কলঙ্ক’ নিয়ে তাঁর প্রত্যাশা অনেক। কেননা, তাঁর বাবা যশ জোহর এই চলচ্চিত্র নিয়ে কাজ করতে চেয়েছিলেন। তাই এর সঙ্গে তাঁর আবেগ জড়িয়ে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
করণ জোহরের প্রযোজনায় এবং অভিষেক বর্মণের পরিচালনায় ‘কলঙ্ক’-এর প্রধান চরিত্রে অভিনয় করবেন মাধুরী দীক্ষিত, আলিয়া ভাট, বরুণ ধাওয়ান, সোনাক্ষী সিনহা এবং আদিত্য রায় কাপুর।
২০১৯ সালের ১৯ এপ্রিল ‘কলঙ্ক’ মুক্তি দেওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন:
Comments