ডেভিড কপারফিল্ডের ‘অদৃশ্য’ করার কৌশল আদালতে প্রদর্শন

David Copperfield
১৮ এপ্রিল ২০১৮, যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের একটি আদালতে সত্য বলার শপথ করছেন বিশ্বখ্যাত জাদুকর ডেভিড কপারফিল্ড। ছবি: এপি

বিশ্বের সবচেয়ে দামি জাদুকর ডেভিড কপারফিল্ডের মঞ্চ থেকে মানুষ উধাও করে দেওয়ার কৌশলটি আদালতকে দেখাতে বাধ্য করা হয়েছে।

অদৃশ্য করার এ কৌশল দেখানো হলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন কপারফিল্ড- জাদুকরের আইনজীবীদের এমন যুক্তি অগ্রাহ্য করে লাস ভেগাসের জেলা আদালতের বিচারক সেই কৌশল আদালতকে দেখাতে বাধ্য করেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, গত ১৮ এপ্রিল কপারফিল্ডের নির্বাহী প্রযোজক ক্রিস কেনার আদালতকে সেই কৌশলটি দেখান।

উল্লেখ্য, প্রায় পাঁচ বছর আগে লাস ভেগাসে জাদু দেখানোর সময় দর্শক সারি থেকে ১৩ জনকে স্বেচ্ছাসেবক হিসেবে মঞ্চে ডেকে আনেন ডেভিড কপারফিল্ড। সেসময় তাঁদেরকে ‘অদৃশ্য’ করে দেন বিশ্বখ্যাত এই জাদুকর।

কিন্তু, এ ঘটনার সময় স্বেচ্ছাসেবকদের একজন ব্রিটিশ পর্যটক গ্যাভিন কক্স (৫৮) গুরুতর আহত হন। এরপর, তিনি মামলা ঠুকে দিলে আদালতে ডাক পড়ে বিশ্বখ্যাত এই জাদুকরের।

৬১ বছর বয়সী ডেভিড কপারফিল্ড এমন জাদু হাজারো বার দেখালেও এমন দুর্ঘটনা এর আগে কখনো ঘটেনি।

Comments

The Daily Star  | English
Former president Hamid airport CCTV footage

The story of Hamid’s exit

Further details regarding the exit of former president Mohammed Abdul Hamid suggest he breezed through the airport before quietly departing for Thailand.

10h ago