কারাগার থেকে শুটিংয়ে সালমান
বলিউড সুপারস্টার সালমান খানের পাঁচ বছর কারাদণ্ড হওয়ায় ভারতের চলচ্চিত্র শিল্পে আটকে যায় প্রায় ৮০০ কোটি রুপি। তবে, কারাভোগের দুদিন পর (৭ এপ্রিল) তাঁর জামিনে ছাড়া পাওয়ায় স্বস্তির নিঃশ্বাস পড়ে মুম্বাইয়ের ফিল্মিপাড়ায়।
সালমানের কারাদণ্ডের কারণে সবচেয়ে বড় সঙ্কটে পড়বে ‘রেস থ্রি’- গেল সপ্তাহের শেষের দিকে এমন মন্তব্য করেছিলেন বলিউড ট্রেড অ্যানালিস্ট কোমল নেহতা। কেননা, আর মাত্র চার-পাঁচ দিনের শুটিং বাকি ছিল এই ১২৫ কোটি রুপি ছবিটির। আগামী ঈদ উপলক্ষে ১৪ জুন ‘রেস থ্রি’ মুক্তি দেওয়ার কথা রয়েছে।
তাই সালমানের জামিনে মুক্তির বিষয়টিতে যেন সবচেয়ে বেশি খুশি অ্যাকশন থ্রিলার ‘রেস থ্রি’-র টিম।
এদিকে, আগামী ৭ মে কৃষ্ণসার হরিণ হত্যা মামলার একমাত্র আসামি সালমানের আদালতে হাজিরা দেওয়ার আগেই পরিচালক রেমো ডি সুজার ‘রেস থ্রি’-র সব কাজ সেরে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
ছবিটির প্রযোজক রমেশ তুরানি মুম্বাই মিররকে জানান, “চলতি সপ্তাহেই জ্যাকুলিন ফার্নান্দেজের সঙ্গে সালমানের যে একটি সিকুয়েন্স বাকি রয়েছে তা সেরে নেওযা হবে।”
এছাড়াও, ছবিটির একটি গানের শুটিং বাকি রয়েছে যা এ মাসের মধ্যেই শেষ করে নেওয়া হবে বলেও উল্লেখ করেন তুরানি।
দ্রুত ‘রেস থ্রি’-র কাজ সেরে ‘দাবাং থ্রি’-র কাজে হাত দিতে চান ‘সুলতান’ খ্যাত এই অভিনেতা- আজ (৯ এপ্রিল) এমন খবর দিয়েছে ভারতের গণমাধ্যম।
তবে, যোধপুর দায়রা আদালতে দেওয়া সালমানের জামিনকে চ্যালেঞ্জ করে বিষ্ণই সম্প্রদায়ের প্রতিনিধিদের রাজস্থান হাইকোর্টে যাবে- এমন ঘোষণা দেওয়ায় আবারও উদ্বিগ্ন হয়ে পড়েছে বলিউড।
আরও পড়ুন:
Comments