টিভি নাটকে স্বাধীনতা

২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেল প্রচারিত হবে বিশেষ নাটক। সেগুলোর মধ্যে কয়েকটি নাটকের খবর তুলে ধরা হলো দ্য ডেইলি স্টার অনলাইনের পাঠকদের জন্যে।

Sahos
‘সাহস’ নাটকের একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

মাছরাঙা টেলিভিশনে ২৬ মার্চ রাত ৯টায় প্রচারিত হবে স্বাধীনতা দিবসের বিশেষ নাটক ‘সাহস’। ওয়াহিদ পলাশ পরিচালিত এ নাটকটির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন গুঞ্জন রহমান। রাজশাহীর বীর মুক্তিযোদ্ধা বরজাহানের মুখে শোনা সত্য ঘটনা অবলম্বনে রচিত ও নির্মিত হয়েছে নাটকটি। ফেদারম্যান মিডিয়া প্রযোজিত নাটকে অভিনয় করেছেন তৌকীর আহমেদ, শশাঙ্ক সাহা, চারু সাইফুল, গুঞ্জন রহমান প্রমুখ।

সেদিন রাত ৮টা ৪৫ মিনিটে এটিএন বাংলায় প্রচারিত হবে তৌসিফ মাহবুব ও তানজিন তিশা অভিনীত নাটক ‘স্বাধীনতা তুমি’। রুম্মান রশীদ খানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন নাজমুল রনি। এতে আরও অভিনয় করেছেন আশরাফুল আলম সোহাগ, আফরিন খান প্রমুখ।

২৬ মার্চ দুপুর ১২টা ২০ মিনিটি এনটিভিতে প্রচারিত হবে বিশেষ নাটক ‘পান্ডুলিপি’। রাজিব দে’র রচনায় নাটকটি পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল। নাটকটিতে অভিনয় করেছেন আলী যাকের, ড. এনামূল হক, চিত্রলেখা গুহ, সাবেরী আলম, উজ্জ্বল মাহমুদ, নাফিজা প্রমূখ।

Aj purobir din
‘আজ পূরবীর দিন’ নাটকের একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

এছাড়াও, একইদিনে রাত ৯টা ৫ মিনিটে এনটিভিতে প্রচারিত হবে বিশেষ নাটক ‘আজ পূরবীর দিন’। মাসুম রেজার রচনায় নাটকটি পরিচালনা করেছেন মাহমুদ দিদার। অভিনয় করেছেন অপর্ণা ঘোষ, ওমর আয়াজ অনি, রিমি করিম, এটিএম রাসেল, মনির হোসেন, রবিন প্রমূখ।

Juddha Shishu
‘যুদ্ধশিশু’ টেলিফিল্মের একটি দৃশ্য

চ্যানেল আইতে স্বাধীনতা দিবসের রাত ৮টায় প্রচারিত হবে বিশেষ টেলিফিল্ম ‘যুদ্ধশিশু’। মাসুদ আহমেদের ‘রৌদ্রবেলা’ ও ‘ঝরাফুল’ উপন্যাসের ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে টেলিফিল্মটি। এর নাট্যরূপ দিয়েছেন মানস পাল ও পরিচালনা করেছেন গোলাম হাবিব লিটু। অভিনয়ে রয়েছেন তানিয়া আহমেদ, ফারহান আহমেদ জোভান, জার্মানশিল্পী দোরোথিয়া বরকসকি, আফরোজা বানু প্রমুখ।

২৬ মার্চ রাত ৮টায় আরটিভিতে প্রচারিত হবে বিশেষ নাটক ‘সাদাসিধে মানুষের কথা’। নাসির আল মুনির ও মেজবাহ উদ্দীন সুমনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন হাসান মোরশেদ। নাটকটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, অপর্ণা ঘোষ, বিজরী বরকতউল্লাহ, রুমি প্রমুখ।

Comments

The Daily Star  | English

CA appoints 3 new special assistants with state ministerial rank

Hours after induction three more advisers to the interim government, Chief Adviser Prof Muhammad Yunus appointed three special assistants equivalent to state minister portfolio

25m ago