আপনি জানেন কি, আমির খান…
আজ (১৪ মার্চ) ভারতের ‘পদ্ম ভূষণ’ খেতাবপ্রাপ্ত অভিনেতা আমির খানের জন্মদিন। ১৯৬৫ সালের এই দিনে মুম্বাইয়ে জন্ম নেওয়া এই অভিনেতার ভক্ত তাঁর নিজ দেশের সীমানা ছাড়িয়েছে অনেক আগেই। ১৯৮৪ সালে পরিচালক কেতান মেহতার ‘হোলি’-তে অভিনয়ের মাধ্যমে রূপালি পর্দায় প্রবেশ করেন আমির খান। সেই চলচ্চিত্রের কথা ভক্তদের অনেকেই মনে না রাখলেও, সেটিই ছিল আমিরের আজকের আকাশচুম্বী খ্যাতির প্রথম ধাপ। জন্মদিন উপলক্ষে আমির-ভক্তদের জন্যে তাঁদের প্রিয় অভিনেতা সম্পর্কে কিছু তথ্য তুলে ধরা হলো:
১. মোমের মূর্তির জাদুঘর মাদাম তুসোতে আমির খানের ভাস্কর্য রাখার প্রস্তাব করা হলে তিনি তা ফিরিয়ে দেন। কর্তৃপক্ষকে আমির বলেন, তাঁর ভাস্কর্য দেখার চেয়ে ভক্তদের তাঁর চলচ্চিত্র দেখাতেই বেশি আগ্রহ থাকা উচিত।
২. শাহরুখ খানের ‘ডর’, ‘স্বদেশ’, ‘জোশ’, ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ এবং সালমান খানের ‘সাজন’ এবং ‘হাম আপকে হ্যায় কোন’ চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব আমির খান প্রত্যাখ্যান করেছিলেন।
৩. মিস্টার পারফেকশনিস্ট হিসেবে খ্যাত আমির খান ‘লগন’-এর চিত্রনাট্য ছয়বার প্রত্যাখ্যান করে দিয়েছিলেন। তবে চিত্রনাট্যটির সপ্তমবারের সম্পাদনা তাঁর এতোটাই পছন্দ হয়েছিল যে তিনি নিজেই ছবিটি প্রযোজনা করার সিদ্ধান্ত নেন। ২০০১ সালে এই চলচ্চিত্রটি বিদেশি চলচ্চিত্র বিভাগে অস্কার মনোনয়ন পেয়েছিল।
৪. তরুণ বয়সে আমির খান টেনিস খেলায় বেশ সুনাম অর্জন করেছিলেন। একজন খেলোয়াড় হিসেবে নিজের ক্যারিয়ার গড়ার কথা চিন্তা করেছিলেন তিনি।
৫. পরিবারের অনিচ্ছা সত্ত্বেও অভিনয়ে আসেন আমির।
৬. প্রায় ১০০ সেকেন্ডের মধ্যে তিনি রুবিকস কিউব মেলাতে পারেন।
৭. কোন চলচ্চিত্রকার তাঁর নিজের কাজ সম্পর্কে আমির খানের মন্তব্য চাইলে তিনি তাঁর মনের কথাটি বলতে দ্বিধা করেন না।
৮. উচ্চস্বরে গান বাজানো আমিরের অপছন্দ।
৯. আমির যখন ডায়েটে থাকেন না তখন যা পান তাই খেতে থাকেন। তবে তিনি খাবারের কারণে প্রায় অসুস্থ হয়ে পড়েন।
১০. স্ত্রী কিরণ রাওয়ের মতে, আমির খান নিয়মিত গোছল করতে পছন্দ করেন না।
তথ্যসূত্র: ডেকান ক্রনিকল ও হিন্দুস্তান টাইমস
Comments