‘জিরো’-তে শাহরুখ খান মধ্যবিত্তের প্রতিনিধিত্ব করছেন: পরিচালক

Shahrukh Khan in Zero
‘জিরো’ চলচ্চিত্রে শাহরুখ খান। ছবি: সংগৃহীত

বলিউড বাদশাহ শাহরুখ খান নির্মিতব্য ‘জিরো’ চলচ্চিত্রে মধ্যবিত্ত পরিবারের জন্ম নেওয়া এক ছেলের প্রতিনিধিত্ব করছেন বলে মন্তব্য করেছেন ছবিটির পরিচালক আনন্দ এল রাই।

তাঁর মতে, বাস্তব জীবনে দিল্লির মধ্যবিত্ত পরিবারের সন্তান শাহরুখ খান ‘জিরো’ চলচ্চিত্রটিতে দেখিয়েছেন কীভাবে শারীরিক সীমাবদ্ধতা সত্ত্বেও একজন মানুষ ভারতের মিরাট থেকে নিউইয়র্ক শহরে ভ্রমণ করতে পারেন।

“আমি জানি শাহরুখ আর সব সাধারণ দিল্লিবাসীদের মতোই একজন। যখনই আমি তাঁকে সুইজারল্যান্ডের পাহাড় ঘেরা উপত্যকায় দেখি তখনই আমার মনে হয়- দিল্লির সেই ছেলেটি আজ কত উচ্চতায় অবস্থান করছেন।”

মধ্যবিত্ত পরিবারের সন্তান হিসেবেই শাহরুখ বিশ্বব্যাপী এই সম্মান অর্জন করেছেন এবং তিনি মধ্যবিত্তদের প্রতিনিধিত্ব করেন, যোগ করেন ‘জিরো’ পরিচালক।

তিনি বলেন, “শাহরুখের আচার-ব্যবহার দেখে মনে হয়েছে তিনি ভীষণ অনুগত একজন অভিনেতা। এমন মানুষের সঙ্গে আপনার আগে কখনোই কাজ করার অভিজ্ঞতা হয়নি। আমি তাঁর মধ্যে বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের পরশ পেয়েছি। তিনি আমাকে কর্মের স্বাধীনতা দিয়েছেন।”

‘জিরো’ চলচ্চিত্রে কিং খানের সঙ্গে অভিনয় করছেন তাঁর ‘জব তক হ্যায় জান’-এর সহ-শিল্পী আনুশকা শর্মা এবং ক্যাটরিনা কাইফ। এটি আগামী ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস

Comments

The Daily Star  | English

‘Salma was killed by tenant, not her son’

Salma was killed by her “drug peddler” tenant, not by her 19-year-old son, said police yesterday contradicting Rab’s claim.

3h ago