শ্রীদেবী প্রয়াণে স্তব্ধ বলিউড, শোকাহত রাজনীতিকরাও!
আকস্মিক হৃদরোগের আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ভারতীয় চলচ্চিত্র জগতের কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবী। আর তার এই মৃত্যুতে স্তব্ধ বলিডডের অভিনেতা-অভিনেত্রী থেকে সকল কলাকুশলী।
একইভাবে স্তম্ভিত হয়ে পড়েছেন ভারতের শীর্ষস্থানীয় রাজনীতিক ব্যক্তিবর্গও।
শোক প্রকাশ করেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কিংবা কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী নিজেও।
রাষ্ট্রপতি তাঁর টুইটার হ্যান্ডেলে লিখেছেন যে তিনি শ্রীদেবীর মৃত্যু সংবাদ পেয়ে স্তম্ভিত হয়েছেন। কোটি কোটি ভক্ত রেখে গিয়েছেন এই অভিনেত্রী। যার অভিনয়-জীবনে ছিলো অত্যন্ত দক্ষতার ছাপ।
ভারতীয় চলচ্চিত্র জগতে শ্রীদেবী ছিলেন কিংবদন্তি একজন অভিনেত্রী। তাঁর মৃত্যুতে বড় ক্ষতি হয়ে গেলো।
এছাড়াও, বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন, প্রিয়াঙ্কা চোপড়া, আনুশকা শর্মা, প্রীতি জিনতা, নেহা ধুপিয়া, জ্যাকুলিন ফার্নান্দেজ সবাই নিজেদের টুইটে যার যার মতো করে শোক জানিয়েছেন। একইভাবে শোকস্তব্ধ হওয়ার কথা লিখেছেন সংগীতশিল্পী এ আর রহমান এবং আদনান সামি।
বিভিন্ন গণমাধ্যমে প্রতিক্রিয়া দিয়েছেন অভিনেতা গোবিন্দ, সংগীতশিল্পী কবিতা কৃষ্ণ মূর্তি, অদিত নারায়ণ প্রমুখ।
প্রীতি জিনতা টুইটে লিখেছেন, “আমার অল টাইম ফেবারিট শ্রীদেবী নেই শুনে আমি স্তম্ভিত। তাঁর আত্মার শান্তি কামনা করি। তাঁর পরিবার শক্তি পাক।”
অভিনেত্রী নেহা ধুপিয়ার ভাষায়, “শ্রীদেবী ম্যাম নেই! আমরা আমাদের সবচেয়ে সূক্ষ্ম অভিনেত্রীকে হারালাম।”
“শ্রীদেবী, আমরা একজন আইকনকে এত তাড়াতাড়ি হারালাম” টুইট করে এভাবেই প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ।
সংগীতশিল্পী আদনান সামির টুইট ছিল, “শেষ রাতে শ্রীদেবীর খবরটা শুনে আমি আর কথা বলার মতো অবস্থায় নেই। অসাধারণ প্রতিভা। রেস্ট ইন পিস।”
অভিনেত্রী সুস্মিতা সেন জানিয়েছেন, “আমি শুনলাম শ্রীদেবী ম্যাম চলে গেছেন। কান্না থামাতে পারছি না।”
একইভাবে কান্নায় ভেঙে পড়েন অভিনেত্রী রাভিনা টেন্ডনও। তিনি জানান, “শকিং একটা খবরে ঘুম ভাঙল। কেন এমন হলো? এত তাড়াতাড়ি চলে গেলেন শ্রী!”
সংগীতপরিচালক ও শিল্পী এ আর রহমানের টুইট ছিল এমন– “আমি মর্মাহত। তাঁর পরিবারের সবার প্রতি সমবেদনা জানাচ্ছি।”
শোকা বার্তায় আনুশকা শর্মা লিখেছেন, “আমি শোকাহত। কী বলব, কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।”
Comments