‘প্যাডম্যান’-এর বিরুদ্ধে নকলের অভিযোগ, পরিচালকের অস্বীকার

Padman
‘প্যাডম্যান’ চলচ্চিত্রে অক্ষয় কুমার। ছবি: সংগৃহীত

বলিউডে সিনেমার গল্প চুরির অভিযোগ হামেশাই হয়ে থাকে। এমনকি, ব্যবসা-সফল ছবির ক্ষেত্রেও এমন অভিযোগ উঠতে দেখা যায়। নকলের অভিযোগ থেকে রেহাই পেতে অনেক সময় হলিউড বা অন্য কোন বিদেশি ছবির দ্বারা অনুপ্রাণিত হয়ে বলিউডে চলচ্চিত্র তৈরির গল্পও শোনা যাচ্ছে দীর্ঘদিন থেকেই।

এবার তরুণ লেখক রিপু ধামান জয়সওয়ালের অভিযোগ, অভিনেতা অক্ষয় কুমারের বহুল আলোচিত ‘প্যাডম্যান’-এর জন্যে তিনি যে চিত্রনাট্য লিখেছিলেন সেখান থেকে ১১টি দৃশ্য নকল করা হয়েছে। তবে জয়সওয়ালের এই অভিযোগ খারিজ করে দিয়েছেন ছবিটির পরিচালক ও এর অন্যতম চিত্রনাট্যকার আর বালকি।

বালকি বলেন, “তামিলনাড়ুর বিশিষ্ট উদ্যোক্তা অরুণাচলম মুরুগানানথামের অফিসিয়াল জীবনীর ওপর ভিত্তি করেই ‘প্যাডম্যান’-এর চিত্রনাট্য তৈরি করা হয়েছে।” মুরুগানানথাম ভারতে নারীদের জন্যে স্যানিটারি ন্যাপকিনকে সহজলভ্য করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর জীবনের ওপর ভিত্তি করেই ‘প্যাডম্যান’ চলচ্চিত্রটি তৈরি করা হয়েছে। তাই চিত্রনাট্য নকলের অভিযোগকে পরিচালক ‘সিলি’ ও ‘ফুলিশ’ হিসেবে আখ্যায়িত করেছেন।

বলিউডে প্রতিটি চলচ্চিত্র তৈরির পর এমন অভিযোগ উঠে বলেও তিনি মন্তব্য করেন।

লেখক জয়সওয়ালের বক্তব্য, চলচ্চিত্রটিতে বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনের ধারা বর্ণনায় যে সংলাপ ব্যবহার করা হয়েছে তা তার চিত্রনাট্য থেকে নেওয়া হয়েছে। তিনি সেই চিত্রনাট্যটি করণ জোহরের প্রযোজনা সংস্থা ধর্ম প্রডাকশনস-এর ক্রিয়েটিভ দলের প্রধান রিয়ান স্টিফেনকে দিয়েছিলেন।

মাস দুয়েক আগে জয়সওয়াল ধর্ম প্রডাকশনসে চিত্রনাট্যটি পাঠানোর ইমেলের স্ক্রিনশট ফেসবুকে পোস্ট করেছিলেন।

সম্প্রতি এক টুইটার বার্তায় জয়সওয়াল বলেন, “আমার মনে আছে, একটি লাইব্রেরিতে বসে আমি এই সংলাপটি লিখেছিলাম। তা পড়ে আমি বেশ মুগ্ধ হয়েছিলাম। সত্যি বলতে কী, সেদিন আমি খুবই অবাক হয়েছিলাম। আমাকে বলুন, কীভাবে একজনের সংলাপ চুরি হয়ে যায়? এটা ঠিক না।”

তিনি ‘প্যাডম্যান’-এর প্রধান অভিনেতা অক্ষয় কুমার ও পরিচালক আর বালকির বিরুদ্ধে কাফ প্যারেড থানায় অভিযোগ দায়ের করেছেন বলেও টুইটার বার্তায় উল্লেখ করেন।

এদিকে, কাফ প্যারেড এর জ্যেষ্ঠ পুলিশ পরিদর্শক রশ্মি যাদব গণমাধ্যমকে বলেন, “জয়সওয়ালের একটি আবেদন আমরা পেয়েছি। সেখানে তিনি তাঁর চিত্রনাট্যের কপিরাইট দাবি করে অভিযোগ করেছেন।”

তথ্যসূত্র: মুম্বাই মিরর

Comments

The Daily Star  | English

‘Salma was killed by tenant, not her son’

Salma was killed by her “drug peddler” tenant, not by her 19-year-old son, said police yesterday contradicting Rab’s claim.

5h ago