‘পদ্মাবতী’ বিতর্ক: পদ ছাড়লেন সেই বিজেপি নেতা
সদ্য নির্মিত ‘পদ্মাবতী’ চলচ্চিত্রের পরিচালক সঞ্জয় লীলা বানশালি এবং এর অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের মাথার দাম ১০ লাখ রুপি হেঁকেছিলেন ভারতের ক্ষমতাসীন বিজেপি দলের হরিয়ানা রাজ্য শাখার এক নেতা। এ নিয়ে সৃষ্ট বিতর্কের মুখে দলের পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় তাকে। আর সেই প্রেক্ষাপটে পদত্যাগ করলেন সেই বিজেপি নেতা সুরাজ পাল আমু।
পুরস্কার ঘোষণার কয়েক সপ্তাহ পর গতকাল (২৯ নভেম্বর) দলের রাজ্য শাখার প্রধান মিডিয়া কর্ডিনেটরের পদ ছাড়লেন আমু। খবর, টাইমস অব ইন্ডিয়ার।
রাজ্য বিজেপি প্রধান সুভাষ বারালার কাছে দেওয়া পদত্যাগ পত্রে আমু লিখেন, ‘করণী সেনা’-র প্রতিনিধিদের সঙ্গে গতকালের নির্ধারিত বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী মনোহর লাল খাত্তারের অনুপস্থিতিতে তিনি বিব্রত হয়েছেন।
গত কয়েক বছর থেকে দলের জন্যে তিনি মন-প্রাণ দিয়ে কাজ করেছেন এমনটি উল্লেখ করে তিনি আরো লিখেন, “মুখ্যমন্ত্রী খাত্তার দলের ত্যাগী কর্মীদের আর প্রয়োজন মনে করছেন না। গত বছর তিনেক থেকে স্বার্থান্বেষী লোকজনেরা তাকে ঘিরে রেখেছে।”
বলিউডের বিশিষ্ট পরিচালক বানশালির ‘পদ্মাবতী’ নিয়ে সৃষ্ট বিতর্কে দেশটির মীরাটের এক যুবক পাঁচ লাখ রুপি পুরস্কার ঘোষণা করলে আমু সেই পুরস্কারের টাকা দ্বিগুণ করে দেওয়ার ঘোষণা দেন। এছাড়াও, যে ব্যক্তি বানশালি ও দীপিকাকে হত্যা করতে পারবে তার পরিবারের দেখভালের দায়িত্বও তিনি নিবেন বলে জানান। এরপর থেকেই হরিয়ানা রাজ্যের অন্যান্য বিজেপি নেতাদের সঙ্গে আমুর দূরত্ব তৈরি হয়।
এছাড়াও সম্প্রতি, আমু দিল্লিতে রাজপুত সম্প্রদায়ের নেতাদের সঙ্গে এক বৈঠকে ‘পদ্মাবতী’-র মুক্তি ঠেকানোর জোরালো প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, ১৪ শতকের রাজস্থানি রানি পদ্মিনীর জীবনী নিয়ে ‘পদ্মাবতী’ সিনেমা তৈরি করা হলে এতে ইতিহাস বিকৃত করা হয়েছে বলে অভিযোগ তোলা হয় রাজপুত সম্প্রদায়ের পক্ষ থেকে। পরে তাদের সেই অভিযোগের সঙ্গে গলা মেলায় দেশটির বিভিন্ন ধর্মীয় ও রাজনৈতিক দল।
আরো পড়ুন:
এবার যুক্তরাজ্যের সিনেমা হল জ্বালিয়ে দেওয়ার হুমকি
‘পদ্মাবতী’ তৈরির টাকা দুবাই থেকে এসেছে কী না, মোদির কাছে তদন্তের দাবি
Comments