হাত কেটে নেওয়ার হুমকি পেলো ‘গেম অব অযোধ্যা’-র পরিচালক
ভারতে ‘পদ্মাবতী’ নিয়ে বিতর্কের পারদ যখন নামছেই না ঠিক এমন সময় নতুন বিতর্কে জড়ালো নতুন পরিচালক সুনীল সিং এর ‘গেম অব অযোধ্যা’। দেশটির কট্টরপন্থি ছাত্র সংগঠন ‘অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ’ (এবিভিপি) -এর একজন কর্মী ছবিটির পরিচালকের হাত কেটে নেওয়ার জন্যে এক লাখ রুপি পুরস্কারের ঘোষণা দিয়েছে।
ভারতীয় সংবাদমাধম্যে প্রকাশ, অমিত গোস্বামী নামের একজন এবিভিপি কর্মী সম্প্রতি ঘোষণা দিয়ে বলেছেন, যিনি ‘গেম অব অযোধ্যা’-র পরিচালক সুনীল সিং এর হাত কেটে আনতে পারবেন তাকে এক লাখ রুপি পুরস্কার দেওয়া হবে।
গোস্বামী আরো বলেন, “যদি এটি কোন প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয় আর এর ফলে কোন অপ্রীতিকর ঘটনা ঘটে তাহলে এর দায়ভার প্রশাসন ও সরকারকেই নিতে হবে।”
হাত কেটে নেওয়ার জন্যে পুরস্কার ঘোষণা দেওয়ার বিষয়ে তাঁর মন্তব্য, যেহেতু সংবিধানে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া নিষেধ রয়েছে তাই এই পুরস্কার।
এবিভিপি কর্মী গোস্বামী আরো একধাপ এগিয়ে বলেন, “আমি যদি পরিচালককে কোথাও দেখি তাহলে তাকে খুন করে ফেলবো। কেননা, সে ব্যক্তি এই ছবিটির মাধ্যমে আমাদের অনুভূতিতে আঘাত দেওয়ার চেষ্টা করছে।”
ভারতের অযোধ্যায় বাবরি মসজিদ ভেঙ্গে ফেলার প্রেক্ষাপট নিয়ে তৈরি হয়েছে ‘গেম অব অযোধ্যা’। একজন হিন্দু যুবক ও মুসলমান তরুণীর মধ্যে প্রেমকাহিনি নিয়ে তৈরি এই সিনেমায় অভিনয় করেছেন ‘সারফারোশ’-খ্যাত অভিনেতা মাকরান্দ দেশপান্ডে ও ‘পিঞ্জর’-খ্যাত সবিতা বাজাজ। এই ছবিটির মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক হতে যাচ্ছে সুনীল সিং এর।
উল্লেখ্য, ভারতের সেন্সর বোর্ড ‘গেম অব অযোধ্যা’-র ছাড়পত্র না দিলেও ফিল্ম সার্টিফিকেশন অ্যাপেলাত ট্রাইব্যুনাল এর মুক্তির পক্ষে রায় দেয়। ছবিটি আগামী ৮ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে।
আরো পড়ুন:
এলকে আদভানি, মুলায়াম সিং যাদবকে ‘গেম অব অযোধ্যা’ দেখার আমন্ত্রণ
Comments