‘বেসিক আলী’: পত্রিকার পাতা থেকে চ্যানেলে
শাহরিয়ার এর জনপ্রিয় কার্টুন স্ট্রিপ ‘বেসিক আলী’ এবার টেলিভিশন সিরিজ হিসেবে আত্মপ্রকাশ করছে। আগামীকাল থেকে প্রতি শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় চ্যানেল আইয়ে প্রচারিত হবে সিরিজটি।
এর আগে, গত জুন মাসে বেসিক আলী লাইভ অ্যাকশন কমেডির ১৩টি পর্ব প্রকাশিত হয় ইউটিউবে বেসিক স্টুডিওস এর চ্যানেলে। দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে ওই ওয়েব সিরিজটি। এরই ধারাবাহিকতায় চ্যানেলের জন্যে নির্মিত হয়েছে বেসিক আলী। সিরিজের প্রতিটি পর্ব আলাদা গল্পের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।
বেসিক আলী চরিত্রে অভিনয় করছেন তাওসিফ মাহবুব। অন্যান্য চরিত্রে রয়েছেন আব্দুল্লাহ রানা (তালিব আলী), বিজরী বরকতুল্লাহ (মলি আলী), সাবিলা নূর (রিয়া), মীর নওফেল আশরাফি জিসান (হিল্লোল), রিফাত জাহান (নেচার) এবং আনন্দ আজিম (ম্যাজিক)।
এছাড়াও, হিল্লোলের বাবা-মায়ের ভূমিকায় অভিনয় করেছেন মাসুম বাশার এবং মিলি বাশার। সিরিজটি পরিচালনা করেছেন কাজল আরেফিন অমি।
বেসিক স্টুডিওস আয়োজিত সংবাদ সম্মেলনে শাহরিয়ার বলেন, “আশা করি, দর্শকরা সিরিজটি দেখে মজা পাবেন। এটি কার্টুন নয়, এর ভেতর স্ট্রিপ কার্টুনের মজা না খুঁজে দর্শকরা এটিকে লাইভ অ্যাকশন কমেডি হিসেবে দেখলে অবশ্যই মজা পাবেন।”
সম্মেলনে আরো বক্তব্য রাখেন চ্যানেল আই-এর প্রোগ্রাম কোঅর্ডিনেটর ইফতেখারুল চিশতী, সাহিত্যিক-সাংবাদিক আনিসুল হক, সিরিজটির মূল স্পন্সর ওরিয়নের পক্ষে খালেদ মাসুদ, সাংবাদিক আকম জাকারিয়া এবং বেসিক স্টুডিওস এর পার্টনার মারুফ কবির।
সিরিজটি চ্যানেল আই-এ নিবেদন করেছে ইম্পালস হাসপাতাল।
উল্লেখ্য, ‘বেসিক আলী’ কার্টুন স্ট্রিপ হিসেবে প্রথম আলোর সম্পাদকীয় পাতায় আত্মপ্রকাশ করে ২০০৬ সালের নভেম্বরে। এছাড়াও, এই কার্টুন স্ট্রিপের সংগ্রহ নিয়ে প্রতিবছর বেসিক আলীর বই প্রকাশিত হয়ে আসছে।
Comments