যা থাকছে ‘পরিবর্তন’-এর ১৮ জুড়ে

Paribartan
‘পরিবর্তন’-এ টিনা মুস্তারী ও আনজাম মাসুদ। ছবি: সংগৃহীত

আনজাম মাসুদের গ্রন্থনা-পরিকল্পনা-উপস্থাপনায় বিনোদনমূলক ম্যাগাজিন ‘পরিবর্তন’-এর ১৮তম পর্ব প্রচারিত হবে আজ (১৯ নভেম্বর) রাত ১০টার ইংরেজি সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে।

অনুষ্ঠান জুড়ে থাকছে ফেসবুক চিকিৎসা কেন্দ্র, ঘুষ, দুর্নীতি, অনিয়ম, বাড়িওয়ালাদের অযৌক্তিক ভাড়া বৃদ্ধি, ভাড়াটিয়াদের দোষ-ত্রুটি, ইভটিজিং, বিদ্যুতের প্রিপেইড বিল, মরণ ফাঁদ ব্লু হোয়েল গেমস, ধূমপানে বিষপান, অপসংস্কৃতির চর্চা, শীতকালীন পোশাক, সামাজিক যোগাযোগমাধ্যম হিসেবে ব্যবহৃত বিভিন্ন অ্যাপসহ সমসাময়িক আরও বিষয় নিয়ে বিভিন্ন আয়োজন।

এছাড়াও থাকছে তিনটি গান, একটি নাচ এবং দর্শক প্রতিযোগিতা পর্ব।

এ মিজানের কথায় সুজন আরিফের সুর-সংগীতে গাইবেন টিনা মুস্তারী। চন্দন সিনহা ও সিঁথি সাহার একটি গানের সঙ্গে ইভান শাহরিয়ার সোহাগের কোরিওগ্রাফিতে নৃত্য পরিবেশন করবেন তুষার ও মীম চৌধুরী।

‘গার্ডেন গার্ডেন’ শিরোনামের একটি গান পরিবেশন করবেন কণা ও জুয়েল। ‘পরিবর্তন’-এর প্রযোজনা করেছেন সাহরিয়ার মোহাম্মদ হাসান।

Comments

The Daily Star  | English
Garment industry labour unrest in Bangladesh

Why does labour unrest drag on?

Following the political changeover on August 5, the country’s main export-earnings sector, the garments industry, witnessed a large-scale and drawn-out spell of labour unrest in industrial belts such as Savar, Gazipur, Ashulia, Zirabo and Zirani.

13h ago