অক্ষয় কুমারের ‘প্যাডম্যান’-এ হলিউডের ছোঁয়া
অক্ষয় কুমারের সামাজিক ও মানবিক কাজের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে কলম্বিয়া পিকচার্স। ‘প্যাডম্যান’ চলচ্চিত্রের মাধ্যমে অক্ষয় যে সামাজিক দায়বদ্ধতা দেখাতে চান তা আরো বেশি দর্শকের কাছে পৌঁছে দিতে চায় হলিউডের এই অন্যতম শীর্ষ ফিল্ম স্টুডিও, প্রযোজনা ও পরিবেশনা সংস্থাটি।
ভারতীয় উদ্যোক্তা অরুণাচলম মুরুগানানথাম স্বল্প-মূল্যে স্যানিটারি ন্যাপকিন তৈরির যন্ত্র আবিষ্কার করে নারীদের হাতে সুলভে স্বাস্থ্য-সম্মত ন্যাপকিন তুলে দিয়ে যে সামাজিক বিপ্লব ঘটিয়েছেন সে থেকে অনুপ্রাণিত হয়ে ‘প্যাডম্যান’ ছবিটির প্রযোজনায় হাত মেলান টুইঙ্কেল খান্না, গৌরী শিন্দে-সহ আরো কয়েকজন। অক্ষয় ছাড়াও এতে অভিনয় করছেন সোনম কাপুর ও রাধিকা আপ্তে।
অক্ষয় কুমারের ‘টয়লেট: এক প্রেম কথা’-র সাফল্যকে স্মরণ করে সনি এন্টারটেনইমেন্টের সদস্য সংস্থা কলম্বিয়া পিকচার্স এর প্রেসিডেন্ট স্ট্যানফোর্ড প্যানিৎচ ভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, “হৃদয়গ্রাহী অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্রের মাধ্যমে সমাজ বদলানোর যে কাজ অক্ষয় কুমার ও টুইঙ্কেল খান্না করে যাচ্ছেন তা এক কথায় চমৎকার।… আমরা তাঁদের আরো প্রকল্পের সঙ্গে জড়িত থাকতে চাই।”
‘প্যাডম্যান’-কে একটি বিশেষ ধরনের চলচ্চিত্র হিসেবে উল্লেখ করে অক্ষয় কুমার বলেন, “আমার স্ত্রী টুইঙ্কেল খান্নার প্রযোজনা সংস্থা মেসার্স ফানিবোনস মুভিজের প্রথম প্রযোজিত ছবি হবে ‘প্যাডম্যান’। তিনিই আমাকে অরুণাচলম ও তাঁর কাজ সম্পর্কে পরিচিত করে তোলেন।… স্ট্যানফোর্ড এবং সনি পিকচার্স এই চলচ্চিত্রটি আরো বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যে কাজ করতে আগ্রহী। আশা করি, আমরা ভবিষ্যতেও একসঙ্গে কাজ করবো।”
‘পা’-খ্যাত পরিচালক আর বালকির ‘প্যাডম্যান’ আগামী ২৬ জানুয়ারি মুক্তি দেওয়ার কথা রয়েছে।
Comments