যে কৌশলে মেদ কমাচ্ছেন ঐশ্বরিয়া রাই
অস্কার মনোনয়ন পাওয়া ২০০০ সালের ডাচ চলচ্চিত্র ‘এভরিওয়ান’স ফেমাস’ এর হিন্দি রি-মেক ‘ফ্যানি খান’-এ অভিনয় করছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। কিন্তু, এ ছবির চরিত্রের সঙ্গে খাপ খাওয়ানোর জন্যে তিনি বেছে নিয়েছেন কঠোর সাধনার পথ।
সাবেক এই বিশ্ব সুন্দরী সৌন্দর্য ধরে রাখার বিষয়ে যথেষ্ট সচেতন। এ জন্যে নিয়মিত চেষ্টা করেন তিনি। তবুও তাঁর প্রসব পরবর্তী সময়ে শরীরে জমা বাড়তি মেদ কমিয়ে নেওয়ার প্রসঙ্গটি বলিউডে বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠে।
গত বছরের শেষের দিকে ‘এই দিল হ্যায় মুশকিল’-এ অভিনয় করে কিছুটা উৎরে গেলেও পরিচালক অতুল মাঞ্জেরেকারের ‘ফ্যানি খান’-এ অভিনয় করতে এসে আটকে যান ‘মোহাব্বাতেন’-খ্যাত এই অভিনেত্রী।
ভারতীয় গণমাধ্যমে প্রকাশ, ‘ফ্যানি খান’-এ অনিল কাপুর এবং রাজকুমার রাও এর সহ-অভিনেত্রী ঐশ্বরিয়াকে নিয়মিত ব্যবহার করতে হচ্ছে কেরালার হাজার বছরের ঐতিহ্যবাহী আয়ুর্বেদিক স্লিমিং ওয়েল। শুধু তাই নয়, নানা রকমের মসলা, তেল ও ভেষজ ওষুধে ভরা বড় বড় বাক্স আসছে বচ্চনদের বাড়িতে।
মুম্বাই মিররের খবরে বলা হয়, ঐশ্বরিয়ার সৌন্দর্যের গোপন রহস্য লুকিয়ে রয়েছে আয়ুর্বেদিক চিকিৎসায়। এছাড়াও, কন্যা আরাধ্যের জন্মের পর থেকেই বলিউডের এই শীর্ষ অভিনেত্রীকে শরীরের বাড়তি ওজন কমাতে হাতে নিতে হয়েছে কিছু বাড়তি প্যাকেজ। বিশেষ করে, ‘ফ্যানি খান’-এ যেন তাঁকে আরও স্লিম দেখা যায় সে জন্যেই তাঁর এই প্রচেষ্টা।
এদিকে, আজ (১ নভেম্বর) ঐশ্বরিয়া রাইয়ের জন্মদিন। এ উপলক্ষে গণেশাস্পিকসডটকমে ভবিষ্যৎবাণী করে বলা হয়েছে, পেশাগত দিক থেকে নতুন বছরটি ভালো যাবে এই অভিনেত্রীর। তবে ব্যক্তিগত জীবনে থাকবে কিছু অনাকাঙ্ক্ষিত চাপ।
Comments