নারীবাদ নিয়ে প্রিয়াংকা চোপড়ার মন্তব্য
হলিউডে শুটিংয়ে ব্যস্ত ভারতীয় অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া বিশ্বখ্যাত একটি বিনোদন ম্যাগাজিনকে বলেন, তাঁর মতে নারীবাদ বলতে বুঝায় “পুরুষেরা শত শত বছর ধরে যে স্বাধীনতা উপভোগ করছেন তা আমাকেও দেওয়া হোক”।
ভ্যারাইটিকে দেওয়া এক সাক্ষাৎকারে “বেওয়াচ”-খ্যাত এই অভিনেত্রী বলেন, “আমার অনেক বান্ধবী বলেন তারা নাকি খুব একটা নারীবাদী নন। আসলে তারা কী বুঝাতে চান তা আমি বুঝতে পারি না। নারীবাদের প্রয়োজন রয়েছে। কেননা, নারীরা এখনো অধিকার বঞ্চিত।”
বিষয়টিকে আরও ব্যাখ্যা দিয়ে প্রিয়াংকা বলেন, “নারীবাদ আসলে পুরুষদের হেয় করার জন্যে নয়। অথবা ছেলেদের চেয়ে মেয়েরা সেরা এটি প্রমাণ করার বিষয়ও নয়।”
“ছেলেরা যে স্বাধীনতা শত শত বছর ধরে উপভোগ করছেন তা মেয়েদেরকেও দেওয়া হোক – এটিই হচ্ছে নারীবাদ। পুরুষদের ঘৃণা করাকে নারীবাদ বুঝায় না। একজন ছেলের জীবনে তার মা, বোন, প্রেমিকা, স্ত্রী, কন্যার প্রয়োজন রয়েছে। তাঁদের পাশে দাঁড়াতে হবে। বলতে হবে, আমি ভবিষ্যৎ প্রজন্মের জন্যে এই পরিস্থিতির পরিবর্তন চাই,” মন্তব্য প্রিয়াংকার।
জাতিসংঘের এই শুভেচ্ছাদূত বর্তমানে হলিউডে “অ্যা কিড লাইক জ্যাক” এবং “ইজ নট ইট রোমান্টিক?” ছবি দুটির কাজে ব্যস্ত রয়েছেন।
তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস
Comments