বিখ্যাত শিল্পীদের সন্তানেরা গান গাবেন ঈদের বিশেষ অনুষ্ঠান ‘পরিবর্তন’-এ

Poriborton
“পরিবর্তন”-এর সেটে সিঁথি সাহা, আনজাম মাসুদ ও চন্দন সিনহা। ছবি: সংগৃহীত

ঈদের ২য় দিন বাংলাদেশ টেলিভিশনে রাত ১০টার ইংরেজি সংবাদের পর প্রচারিত হবে ম্যাগাজিন অনুষ্ঠান “পরিবর্তন”। এ অনুষ্ঠানে গান গাবেন দেশের ছয়জন বিখ্যাত সংগীতশিল্পীর সন্তানেরা।

আনজাম মাসুদের পরিকল্পনা, গ্রন্থনা, উপস্থাপনা ও নির্দেশনায় “পরিবর্তন” এর জন্য তিনটি নতুন গান করা হয়েছে। দেলোয়ার আরজুদা শরফ এর কথায় এবং জাহিদ বাশার পংকজ এর সুর ও সংগীতে একটি গান গেয়েছেন ছয়জন উত্তরসূরি সংগীতশিল্পী।

তাঁরা হলেন স্বনামধন্য সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিনের মেয়ে বাঁধন; আলাউদ্দিন আলীর মেয়ে আলিফ আলাউদ্দিন, বশির আহমেদের মেয়ে হুমায়রা বশির; আব্দুল আলীমের মেয়ে নূরজাহান আলীম; প্রবাল চৌধুরীর ছেলে রঞ্জন চৌধুরী এবং ইয়াকুব আলী খান এর ছেলে ইউসুফ খান।

সুজন আরিফের সুর ও সংগীতে একটি গান গেয়েছেন নোলক বাবু, ঝিলিক, লিজা ও বৃষ্টি মুৎসুদ্দি। কবির বকুলের কথায় ও সিঁথি সাহার সুরে অমিত চ্যাটার্জির সংগীতে আরেকটি গান গেয়েছেন চন্দন সিনহা ও সিঁথি সাহা।

ইভান শাহরিয়ার সোহাগ এর পরিচালনায় সহশিল্পীদের নিয়ে নৃত্য পরিবেশন করবেন জনপ্রিয় মডেল-অভিনেত্রী মেহজাবিন চৌধুরী এবং সোহাগ। এছাড়াও, অনুষ্ঠানে থাকছে ঘুষ, দুর্নীতিসহ সমাজের নানা অসংগতি, ত্রুটি-বিচ্যুতি নিয়ে রচিত ব্যাঙ্গাত্মক ও হাস্যরসাত্মক নাট্যাংশ। “পরিবর্তন” প্রযোজনা করেছেন সাহরিয়ার মোহাম্মদ হাসান।

Comments

The Daily Star  | English

Fulfilling sky-high expectations Yunus govt’s key challenge

Says ICG report on completion of interim govt’s 100 days in office

3h ago