‘বাহুবলি’র টানে ৪০ বাংলাদেশি ভারতে
‘বাহুবলির’ ঝড় যেন বাংলাদেশেও আঘাত হেনেছে। ‘কাটাপ্পা কেন বাহুবলিকে হত্যা করেছে’ সে প্রশ্ন এদেশের মানুষের মনেও। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় অনেকেই খুঁজছেন বাহুবলির অনলাইন লিঙ্ক। বিষয়টি এখানেই থেমে নেই, সেই উত্তর খুঁজতে ৪০ জনের বেশি বাংলাদেশি উড়ে গেলেন ভারতে।
গত ২৮ এপ্রিল মুক্তি পাওয়ার পর ভারতের কলকাতায় আসেন ‘বাহুবলি’-র কয়েকজন ভক্ত। তাঁদের একজন ঢাকার অধিবাসী তাসলিন ইন্ডিয়া টুডেকে বলেন, “গত দুই বছর থেকে অধীর আগ্রহে অপেক্ষা করছি, কেনো কাটাপ্পা বাহুবলিকে হত্যা করেছে – এর উত্তর খোঁজার জন্য। আমরা সকালের ফ্লাইটে ঢাকা থেকে কলকাতা এসেছি সন্ধ্যায় সিনেমাটি দেখবো বলে।”
আরও পড়ুন: ‘বাহুবলি টু’ নিয়ে পরিচালক রাজামৌলি যা বললেন…
অপর একজন “বাহুবলি”-ভক্ত ফারজানা ব্রাউনিয়া বলেন, “বাহুবলি সিরিজের প্রথম ছবিটি দর্শকদের মাঝে বেশ সাড়া ফেলেছিল। সেখানেই দেখেছিলাম বাহুবলিকে হত্যা করা হয়। কিন্তু কেন? – এর উত্তর রয়েছে দ্বিতীয় ছবিতে। বন্ধুরা যাঁরা ছবিটি দেখেছেন তাঁরা উত্তরটা বলে দিতে চেয়েছিলেন। কিন্তু আমরা বলেছি যে – না, আমরা ছবিটি দেখেই সেই উত্তর খুঁজে নেব।”
ছবিটি দেখতে ছেলে-মেয়ে সঙ্গে নিয়ে এসেছেন ঢাকার একজন ব্যবসায়ী ইবনে হাসান খান। তিনি জানান, বলিউডের সিনেমার সঙ্গে অধিকাংশ বাংলাদেশই পরিচিত। তবে দক্ষিণ ভারতের ছবি সম্পর্কে তাঁদের তেমন কোনো ধারণা নেই।
ইবনে হাসান বলেন, “ভারতের দক্ষিণাঞ্চলে নির্মিত চলচ্চিত্র সম্পর্কে আমাদের তেমন কোনো ধারণা নেই। বাহুবলি সিরিজের প্রথম ছবিটির হিন্দি সংস্করণ দেখে মুগ্ধ হয়েছিলাম। তা দেখে হলিউডেরই কোনো একটি ছবি বলে মনে হয়েছিল।”
আরও পড়ুন: সারা পৃথিবীর ৯,০০০ সিনেমা হলে ‘বাহুবলি টু’
ভারতের চলচ্চিত্র প্রদর্শকরাও প্রতিবেশী রাষ্ট্রের নাগরিকদের এমন উৎসাহ দেখে আনন্দিত। ইনোক্সের আঞ্চলিক পরিচালক শুভাশিস গাঙ্গুলি বলেন, “সিনেমা নিয়ে দর্শকদের এমন উৎসাহ আগে সম্প্রতি কখনোই দেখিনি। ছবিটি মুক্তি পাওয়ার পর থেকে সকাল সাড়ে ৭টার শো দিয়ে দিন শুরু করতে হচ্ছে।”
Comments