‘বাহুবলি টু’ নিয়ে পরিচালক রাজামৌলি যা বললেন…

Rajamouli
‘বাহুবলি’-র পরিচালক এসএস রাজামৌলি। ছবি: সংগৃহীত

‘বাহুবলি ঝড়’ উঠেছে ভারত জুড়ে। গতকাল “বাহুবলি টু: দ্য কনক্লুশন” মুক্তি পাওয়ার পর যে ঝড় উঠেছে তা নিয়ে এর পরিচালক এস এস রাজামৌলি বলেন যে ছবিটির সাসপেন্সই এর মূল আকর্ষণ নয়। তাঁর মতে, “এতে রয়েছে আরও বেশি কিছু।”

একটি ভারতীয় দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে রাজামৌলি বলেন, “কাটাপ্পা কেন বাহুবলিকে হত্যা করেছে এর একটি সন্তোষজনক উত্তর ছবিটিতে দেওয়া হয়েছে। দর্শকরা তা দেখে জানতে পারবেন। এ নিয়ে আমার কিছু বলা ঠিক হবে না।”

ভারতের তেলেগু চলচ্চিত্রের শতভাগ সফল এই চিত্রনির্মাতার মতে, “কাটাপ্পাকে হত্যার বিষয়টি ছবিটির মূল আকর্ষণ নয়। মূল আকর্ষণ হলো এর হাস্য-কৌতুকের দৃশ্যগুলো।”

ছবিটির সাফল্য নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন যে “অনেক সময় নিয়ে, অনেক চিন্তা করে” ছবিটি বানানো হয়েছে। ছবিটিকে আকর্ষণীয় করতে প্রযোজক শবু জার্লগাড্ডার অবদান অনেক সেকথাও বলেছেন পরিচালক।

“দর্শকপ্রিয় ‘লগন’ ছবিতে সবাই যেমন শেষ বলটির দিকে অধীর আগ্রহে তাকিয়ে ছিলেন, তেমনি আমাদের প্রতিটি বিভাগ একটি ভালো ছবি তৈরির জন্যে মুখিয়ে ছিলেন। বিশেষ করে, ছবিটির ভিজুয়াল ইফেক্ট তৈরি করতে প্রায় সাড়ে পাঁচ মাস কঠোর পরিশ্রম করতে হয়েছিলো।”

 

আরও পড়ুন:

বাহুবলি টু: একদিনেই ১০০ কোটি রুপি

Comments

The Daily Star  | English

Each martyr family to get Tk 30 lakh: Prof Yunus

Vows to rehabilitate them; govt to bear all expenses of uprising injured

2h ago