তিস্তা চুক্তি নিয়ে মোদির আশ্বাসেই বিশ্বাস রাখছেন এরশাদ

শেখ হাসিনার সময়ে তিস্তা চুক্তি সম্পাদনের যে আশ্বাস দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেই আশ্বাসেই বিশ্বাস রাখতে চাইছেন বাংলাদেশের জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ।

শেখ হাসিনার সময়ে তিস্তা চুক্তি সম্পাদনের যে আশ্বাস দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেই আশ্বাসেই বিশ্বাস রাখতে চাইছেন বাংলাদেশের জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ।

তবে তিনি তিস্তায় বালি জমে জল প্রবাহ বিঘ্নিত হতে দেখে হতাশ হোন। চারদিনের ব্যক্তিগত সফরে এই মুহূর্তে ভারতের পশ্চিমবঙ্গ সফর করছেন বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি এরশাদ।

রবিবার বিকালে চেঙড়াবান্দা সীমান্ত দিয়ে তিনি দলের মহাসচিব রুহুল আমীন হাওলাদারসহ আট সদস্যের প্রতিনিধি দল নিয়ে কোচবিহারে তাঁর পৈত্রিক বাড়ি দিনহাটার পুরনো বাস স্ট্যান্ডে এসে পৌঁছান।

রাতে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলোচনার সময় জাতীয় পার্টির চেয়ারম্যান তিস্তা নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, “ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকা সফরে বলেছিলেন বায়ু, পানি এবং পাখির কোনও সীমান্ত হয় না। কিন্তু এখন বুঝতে পারছি বায়ু ও পাখির সীমান্ত নেই কিন্তু পানির সীমান্ত রয়েছে।”

এরশাদ বলেন, “তিস্তার ব্যারেজ আমিই করেছিলাম। এখন সেখানে বালুর চর দেখে খারাপ লাগছে।”

“উত্তর প্রদেশ রাজ্যে বিজেপির বিপুল জয়ের পর বিজেপির শক্তি বৃদ্ধির প্রমাণ মিলেছে। আশা করছি, মোদির দেওয়া তিস্তা নিয়ে প্রতিশ্রুতি তিনি রাখবেন,” বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান।

আজ সোমবার দিনহাটায় এক নিকটাত্মীয়ের ছেলের অন্নপ্রাশনে অংশ নেবেন দাদু এরশাদ। মঙ্গলবার ডুয়ার্সের গরুমারা অভয়ারণ্যের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি।

এরশাদের আত্মীয় দিনহাটার স্থানীয় আইনজীবী আহসান হাবীব বলে টেলিফোনে জানান, দলের মহাসচিব ও প্রেস সচিবসহ প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে সেখানে দুদিন থাকার পর বৃহস্পতিবার দিনহাটা হয়ে বাংলাদেশের দিকে রওনা দেওয়ার কথা রয়েছে এরশাদের।

 

Comments

The Daily Star  | English
Who is Kalpana Chakma

Who is Kalpana Chakma?

As a “new” Bangladesh emerges, knowing who Kalpana Chakma is becomes crucial in understanding our shared history

4h ago