গুগল ডুডলে রাজকুমার
আজকের দিনটি গুগল ডুডল উৎসর্গ করলো কিংবদন্তী অভিনেতা রাজকুমারের স্মরণে। ভারতের এই কন্নড় অভিনেতার জন্ম ১৯২৯ সালের এই দিনে।
সিনগানাল্লুরু পুত্তাস্বমায়া মুথুরাজু নামের এই মানুষটি চিত্রজগতের রাজকুমার নামেই সর্বাধিক পরিচিত।
গুগল ডুডলে দেখা যায় সিনেমা হলের বড় পর্দায় তরুণ রাজকুমারের হাস্যোজ্জ্বল মুখখানি; আর হল ভরা দর্শক।
গুব্বি ড্রামা কোম্পানিতে বাবার হাত ধরে আট বছর বয়সেই অভিনয় ক্যারিয়ার শুরু করেন রাজকুমার। এরপর ২০০ বেশি ছবিতে অভিনয় করেন তিনি।
কুখ্যাত ডাকাত বীরাপ্পন ২০০০ সালে রাজকুমারকে অপহরণ করলে সারাবিশ্বে বেশ হৈচৈ পড়ে যায়। ১০৮ দিন বন্দী থাকার পর মুক্ত হোন তিনি।
২০০৬ সালের ১২ এপ্রিল ৭৭ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে বেঙ্গালুরুর নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন কালজয়ী এই অভিনেতা।
ভারতীয় সিনেমার ইতিহাসে রাজকুমার এমন একজন অভিনেতা যাকে পর্দায় কখনো মদ্যপান, ধূমপান ও অশালীন কথা বলতে শোনা যায়নি। তাঁর সাধারণ ও নিয়মতান্ত্রিক জীবন যাপনের কথাও সুবিদিত ছিলো।
চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্যে ১৯৮৩ সালে রাজকুমারকে পদ্মভূষণ পুরস্কার দেয় ভারত সরকার। তিনি দাদাসাহেব ফালকে পুরস্কার লাভ করেন ১৯৯৫ সালে।
Comments