পুলিশ পাহারায় সনু নিগমের বাড়ি
সনু নিগমের বাংলোর চারপাশে নিরাপত্তা জোরদার করেছে মুম্বাই পুলিশ। সম্প্রতি আজান এবং ধর্ম নিয়ে কটূক্তি করায় যেন কোন অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে সে জন্যেই এই জোরদার নিরাপত্তা।
সনু নিগম তাঁর টুইটার অ্যাকাউন্টে লিখেন, “স্রষ্টা সবার মঙ্গল করুন। আমি মুসলমান নই তবুও সকালবেলা আজান শুনে আমাকে ঘুম থেকে উঠতে হয়। কবে এই জোর করে ধর্ম চাপিয়ে দেওয়া ভারতে বন্ধ হবে?”
God bless everyone. I'm not a Muslim and I have to be woken up by the Azaan in the morning. When will this forced religiousness end in India — Sonu Nigam (@sonunigam) April 16, 2017
এর কিছুক্ষণ পর তিনি আবারও টুইট করে বলেন, “তাছাড়াও, মোহাম্মদ যখন ইসলাম প্রচার শুরু করেন তখন তো বিদ্যুৎ ছিল না। তাহলে (টমাস আলভা) এডিসনের আবিষ্কারের পর এমন কর্কশ ধ্বনি কেন শুনতে হবে।”
And by the way Mohammed did not have electricity when he made Islam.. Why do I have to have this cacophony after Edison? — Sonu Nigam (@sonunigam) April 17, 2017
সামাজিক যোগাযোগ মাধ্যম সনু নিগমের এমন টুইটে সরগরম হয়ে ওঠে। অনেকে বিস্ময় প্রকাশ করেন সনু নিগমের মতো একজন মানুষের কাছে এমন উক্তি শুনে। তিনি কোন ধর্মকে ছোট করে কথা বলবেন এটা মোটেই প্রত্যাশিত ছিল না তাঁদের কাছে। পরিস্থিতি আরও গরম হয়ে ওঠে যখন সনু লিখেন, “আমি এমন কোন মন্দির বা গুরুদুয়ারে বিশ্বাস রাখি না যারা বিদ্যুৎ ব্যবহার করে সেইসব মানুষদের জাগিয়ে তোলে যারা সেই ধর্মের অনুসারী নন। তাহলে কেন..? সৎ? সত্য?”
I don't believe in any temple or gurudwara using electricity To wake up people who don't follow the religion . Why then..? Honest? True? — Sonu Nigam (@sonunigam) April 17, 2017
অপর এক টুইটে তিনি এই কাজকে গুণ্ডাগিড়ি বলেও অভিহিত করেন।
সনুর এমন টুইটের বিষয়ে বাবা সেহগাল তাঁর টুইট বার্তায় সনু আরও একটু সংবেদনশীলভাবে বিষয়টা তুলে ধরতে পারতেন বলে মন্তব্য করেন। এমনভাবে তাঁর পক্ষ-বিপক্ষ হতে থাকে।
সনু নিগমের এমন আচরণে যখন মানুষ ফুঁসছেন তখন সেই ফুঁসে ওঠা কিছু মানুষের রোষানলে পরে যেতে হচ্ছে আরেক সনু-কে। বলিউড অভিনেতা সনু সুদকে গুলিয়ে ফেলা হচ্ছে সনু নিগমের সঙ্গে। এ নিয়ে একজন লিখেছেন, “সনু সুদ তাঁর নামের প্রথম অংশ নিয়ে খুব শীঘ্রই আফসোস করবেন।”
Sonu sood will soon regret his first name.#sonunigam — Dev Mittal (@Devmittal_civ16) April 17, 2017
অবাক চোখে সনু সুদেরও সহজ-সরল টুইট, “আমি এখনও বুঝছি না কে কাকে কি বলছেন। এবং কারা আমাকে কোথায় কি হয়েছে সেটা খুঁজে দেখতে বলছেন?”
I am still wondering WHO said WHAT n to WHOM n WHO'S asking me to find out WHAT happened WHERE — sonu sood (@SonuSood) April 17, 2017
NASA is researching on this. How I got into it n WHY?wondering..HOW 2 inform u n WHERE..WHEN 2 tell u n WHY..WHAT 2 tell u about WHOM https://t.co/rqi1MxOp6i — sonu sood (@SonuSood) April 17, 2017
সোশ্যাল মিডিয়ায় বিতর্কের জের ধরে সনু নিগম সুর বদলে এখন তাঁর অবস্থান স্পষ্ট করার নাম করে বলছেন, “সুপ্রিয় সকল। আপনাদের কথা আপনাদের আইকিউ-টাকেই বুঝিয়ে দিচ্ছে। আমি আমার কথায় বুঝাতে চেয়েছি মসজিদ এবং মন্দিরে লাউডস্পিকার ব্যবহারের অনুমতি দেয়া উচিত নয়।”
Dear everyone. Your stand exposes your own IQ. I stand by my statement that loudspeakers should not be allowed in Mosques & Temples. Period — Sonu Nigam (@sonunigam) April 18, 2017
This is how Sensible people Interpret an issue. Respects Mr Ahmed Patel. It is not about Azaan or Aarti. It's about Loudspeaker. https://t.co/8aABhYLic2 — Sonu Nigam (@sonunigam) April 18, 2017
Comments