শাকিবের ফোনের অপেক্ষায়: অপু

Apu Biswas
অভিনেত্রী অপু বিশ্বাসের কোলে ছেলে আব্রাহাম খান জয়। ছবি: সংগৃহীত

আজ বিকেল থেকেই অভিনেতা শাকিবের ফোনের অপেক্ষায় রয়েছেন বলে জানিয়েছেন তাঁর স্ত্রী অভিনেত্রী অপু ইসলাম খান ওরফে অপু বিশ্বাস।

দ্য ডেইলি স্টার অনলাইনকে বিকেল সাড়ে পাঁচটার দিকে মুঠোফোনে অপু বলেন, “আমি শাকিবের ফোনের অপেক্ষায় আছি। বিষয়টি নিয়ে সমঝোতার সিদ্ধান্ত নেওয়ায় আমি অনেক খুশি। আপনারা সবই তো জানেন। আমার মধ্যে অনেক ভালোলাগা কাজ করছে।”

এর আগে শাকিব খান অপুর নিকেতনের বাসায় বিকেল পাঁচটার পর যাবেন বলে দ্য ডেইলি স্টারকে জানান এক সংশ্লিষ্ট সূত্র।

সেখানে তিনি অপুর সঙ্গে ‘ভুল-বোঝাবুঝি’ নিয়ে কথা বলবেন বলেও তিনি উল্লেখ করেন।

সূত্র মতে, গতকাল একটি টেলিভিশন চ্যানেলে দেওয়া অপুর সাক্ষাৎকারের সময় নিজের ছেলে আব্রাহাম খান জয়ের ছবি দেখে শাকিব বিমর্ষ হয়ে গড়েন।

তাই সব ‘ভুল-বোঝাবুঝি’র অবসান ঘটাতেই শাকিব সেখানে যাওয়ার মত স্থির করেন।

 

আরও পড়ুন:

অপুর বাসায় যাচ্ছেন শাকিব

Comments