মিয়ানমার সীমান্তে গুলিতে বাংলাদেশি নিহত

নাফ নদীর পাড়ে বিজিবির টহল। স্টার ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে আজ সকালে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আমাদের স্থানীয় সংবাদদাতা জানান, সকাল সাড়ে ৬টার দিকে গুলির ঘটনাটি ঘটে। নিহত নুরুল আমিন (৩২) সে সময় আরও দুজনের সঙ্গে মাছ ধরছিলেন। তাদের মধ্যে নুরুল মুস্তফা (৩২) গুলি লেগে আহত হয়েছেন।

ঘটনার সময় উপস্থিত তৃতীয় ব্যক্তি মো হাশিম বলেন, “আমরা নাফ নদীর মৌলভীপাড়া পয়েন্টে মাছ ধরছিলাম। এসময় মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) কয়েকজন সদস্য স্পিডবোট নিয়ে এসে আমাদের ওপর গুলি চালায়।” তবে তিনি আহত হননি।

টেকনাফ থানায় নিহতের লাশ নিয়ে যাওয়া হয়েছে। আহত নুরুল মুস্তফাকে প্রথমে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি মেডিকেল অফিসার ড সোহাব দাস বলেন, নুরুল আমিনের বুকে গুলি লাগে। হাসপাতালে নেওয়ার আগেই অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। আর মোস্তফার গুলি লেগেছে পিঠে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মজিদ দ্য ডেইলি স্টারকে বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর কাছ থেকে ঘটনা জানতে পারের পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

তবে বেশ কয়েকবার চেষ্টার পরও বিজিবির কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

গত ডিসেম্বরে মিয়ানমারের নৌবাহিনী সেন্ট মার্টিন দ্বীপের কাছে ছয় জন বাংলাদেশি জেলের ওপর গুলি চালিয়েছিল। সেই ঘটনার পর মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে তীব্র ভাষায় প্রতিবাদ জানায় বাংলাদেশ।

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English

Build national unity to tackle ongoing challenges: BNP

Fakhrul, after meeting chief adviser, says govt should hold discussions with all political parties, calls for swift polls following reforms

49m ago