আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের ১৫ সদস্য ঢাকায় গ্রেফতার

ঢাকার বিভিন্ন স্থান থেকে আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের ১৫ জন সন্দেহভাজন সদস্যকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এসময় অবৈধ পথে মালয়েশিয়াগামী ১০ জনকে উদ্ধার করেছে বাহিনীটি।

র‍্যাবের পক্ষ থেকে গণমাধ্যমের উদ্দেশ্যে পাঠানো মোবাইল ফোনের ক্ষুদে বার্তায় এসব তথ্য জানানো হয়। ক্ষুদে বার্তায় বলা হয়, অভিযানে বিপুল সংখ্যক পাসপোর্ট, ভিসার কাগজপত্র ও নগদ অর্থ জব্দ করেছে র‍্যাব-৩।

আজ দিনের পরবর্তী সময়ে কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এ ব্যাপারে বিস্তারিত জানাবে র‍্যাব।

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English

Bangladesh races to expand air cargo capacity

In a first move to address the shortfall, Sylhet's Osmani International Airport is set to launch dedicated cargo operations today

7h ago