সারিকার ‘আমন্ত্রণ’

সারিকা; ছবিটি সংগৃহীত

দীর্ঘ বিরতির পর অভিনয়ে নিয়মিত হয়েছেন সারিকা সাবরিন। সেই ধারাবাহিকতায় নাটক ও বিজ্ঞাপনে নিয়মিত কাজ করছেন তিনি।

আগামীকাল বৃহস্পতিবার রাত ১০টা ৫০ মিনিটে এটিএন বাংলায় সারিকাকে দেখা যাবে ‘আমন্ত্রণ’ শিরোনামের একটি নাটকে।

সাখাওয়াৎ মানিকের পরিচালনা অয়ন চৌধুরীর রচনায় সারিকার বিপরীতে অভিনয় করেছেন ইমন। নাটকটিতে আরও রয়েছেন আজাদ, অবাক ও রানী আহাদ।

নাটকের গল্পে দেখা যাবে, একটি আমন্ত্রণে মাসুক তার বন্ধু তানজিমকে নিয়ে কক্সবাজারে আসেন। বিভিন্ন কারণে আমন্ত্রণকারী জারার কাছে যাওয়ার সুযোগ হচ্ছিলো না তাদের। পিএস আরিফ সারাক্ষণ ছায়ার মতো থাকেন জারার সঙ্গে থাকে। সবকিছু কেমন রহস্যজনক মনে হয় মাসুকের কাছে। অবশেষে যখন জারার সামনে মাসুক দাঁড়ায় তখনই বেরিয়ে আসে এক বিষাদময় সত্য।

নাটকটি সম্পর্কে সারিকা দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “নাটকের গল্পটা আমাকে খুব স্পর্শ করেছিলো। কাজ করে অনেক আনন্দ পেয়েছি। অভিনয় করার সুযোগ ছিলো। দর্শকদের ভালো লাগবে আশাকরি।”

Comments

The Daily Star  | English

Remittances grow 3% in January

Migrants sent home $2.18 billion in the first month of 2025

3h ago