কলকাতার সিনেমায় বাংলাদেশি নায়িকারা এগিয়ে কে?
কলকাতার সিনেমায় অভিনয়, একটুখানি উপস্থিতি। অনেক নায়িকাই সেটাকে বড় করে দেখেন। প্রশ্নটা সেখানেই, এ দেশের ক’জন নায়িকা পুরোপুরি সুযোগ পাচ্ছেন কলকাতার সিনেমাতে। কতখানি ব্যবহার করা হচ্ছে তাদের। সেখানকার মিডিয়ার আলো কতটা রয়েছে এই নায়িকাদের ওপর। হাতে গোনা দু’একজন ছাড়া কেউই তেমন সাড়া ফেলতে পারেননি কলকাতায়। তাদের মধ্যে সবার শীর্ষে রয়েছেন জয়া আহসান। তারপর চলে আসে সোহানা সাবার নাম। বাকি নায়িকাদের যৌথ প্রযোজিত সিনেমার নায়িকা হয়ে কলকাতায় অভিষেক। তাদের মধ্যে নুসরাত ফারিয়ার নাম প্রথম দিকে। কলকাতার সিনেমাসহ যৌথ প্রযোজিত সিনেমায় অভিনয় করা নায়িকাদের নিয়ে আদ্যোপান্ত¬
বাংলাদেশের যে কয়েকজন নায়িকা কলকাতার সিনেমায় অভিনয় করছেন, তাদের মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছেন জয়া আহসান। সেখানকার মিডিয়ার আলো রয়েছে তার ওপর। অরিন্দম শীলের পরিচালনায় ‘আবর্ত’ সিনেমা দিয়ে কলকাতায় শুভসূচনা। সিনেমাটি সেখানে মোটামুটি আলোচিত হয়। কলকাতার দর্শকপ্রিয় অভিনেতা আবীর ছিলেন জয়া আহসানের সঙ্গে। এরপর কলকাতার টেলিভিশনে প্রিমিয়ার হওয়া ‘একটি বাঙালি ভূতের গল্প’তে দেখা যায় তাকে। তবে সবচেয়ে আলোচিত হন সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘রাজকাহিনী’ সিনেমায়। ছোট্ট অথচ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে। রাজকাহিনীর পর কলকাতার মাটিতে কিছুটা জায়গা শক্ত হয়েছে। জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জয়া আহসান ফিল্ম ফেয়ার ইস্টের নবীন অভিনেত্রীর মনোনয়ন পেয়েছিলেন। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ভালোবাসার শহরে’ দেখা গেছে ইন্দ্রনীল রায় চৌধুরীর পরিচালনায়। এটি মূলত ইউটিউবে প্রকাশিত হয়েছে। অরিন্দম শীলের পরিচালিত সদ্য মুক্তিপ্রাপ্ত থ্রিলার সিনেমা ‘ঈগলের চোখ’ কলকাতায় মহাসমারোহে চলছে। সিনেমায় জয়া আহসানের অভিনয় প্রশংসিত হচ্ছে। বিভিন্ন সমালোচনায় পাচ্ছেন বিশেষ মনোযোগ। জয়া আহসান কলকাতার সিনেমাতেই অভিনয় করছেন, যৌথ প্রযোজিত সিনেমায় নয়। কলকাতার সিনেমায় অভিনয় করেই আলোচিত হয়েছেন এবং সবার শীর্ষে রয়েছেন।
জয়া আহসানের পর যে নামটা আসে তার নাম সোহানা সাবা। কলকাতার থ্রিলার ‘ষড়রিপু’ সিনেমায় অভিনয় করে মাত করে দিয়েছেন। অয়ন চক্রবর্তী পরিচালিত ‘ষড়রিপু’ দর্শকসহ সেখানকার সিনেমা সমালোচকদের মনোযোগ কেড়েছে। সেই ঢেউ বাংলাদেশে ছড়িয়ে গেছে সোহানা সাবার। ষড়রিপু সিনেমায় তার বিপরীতে ছিলেন ইন্দ্রনীল। সেখানে কয়েকটি সিনেমায় অভিনয়ের বিষয়ে কথা চলছে।
গৌতম ঘোষ পরিচালিত যৌথ প্রযোজিত ‘শঙ্খচিল’ সিনেমায় প্রসেনজিতের বিপরীতে অভিনয় করেছেন বাংলাদেশের কুসুম সিকদার। দুই বাংলাতেই ‘শঙ্খচিল’ প্রশংসিত হয়েছে। সিনেমাটি মুক্তির আগেই ভারতের জাতীয় পুরস্কার পেয়েছে। তবে ‘শঙ্খচিল’ সিনেমার পর নতুন কোনো সিনেমায় কুসুম শিকদারের অভিনয় করার কথা শোনা যায়নি। লাক্স সুপারস্টার বিদ্যা সিনহা মিম অভিনীত যৌথ প্রযোজিত ‘ব্ল্যাক’ মুক্তি পেয়েছে কয়েক মাস আগে। মিমের বিপরীতে অভিনয় করেছেন সোহম। সিনেমাটি কলকাতায় তেমন ব্যবসাসফল না হলেও বাংলাদেশে মোটামুটি ব্যবসা করেছে। রাজাচন্দ্র পরিচালিত ‘ব্ল্যাক’ সিনেমাটি টেলিভিশনে প্রচারিত হয়েছে। ‘ব্ল্যাক’ সিনেমা ছাড়া সোহমের বিপরীতে ‘রূপকথা’ নামের যৌথ প্রযোজিত সিনেমায় দেখা যাবে বিদ্যা সিনহা মিমকে।
সময়ের আলোচিত নায়িকা নুসরাত ফারিয়ার যাত্রা শুরু হয় যৌথ প্রযোজিত সিনেমা ‘আশিকী’র মাধ্যমে। তার বিপরীতে অভিনয় করেন কলকাতার অঙ্কুশ। ‘আশিকী’ দুই বাংলাতেই মোটামুটি আলোচিত হয়। সিনেমার কয়েকটি গানে নুসরাত ফারিয়ার গ্ল্যামারাস উপস্থিতি দর্শক পছন্দ করে। এরপর সৈকত নাসির পরিচালিত যৌথ প্রযোজিত ‘হিরো ৪২০’ সিনেমাটি ব্যর্থ হয়। এই সিনেমায় তার বিপরীতে ছিলেন কলকাতার ওম ও রিয়া সেন। কয়েক মাস আগে মুক্তি পেয়েছে যৌথ প্রযোজিত ‘বাদশা দ্য ডন’ সিনেমাটি। এখানে তার বিপরীতে ছিলেন কলকাতার জনপ্রিয় নায়ক জিৎ। সিনেমাটি ব্যাপক ব্যবসাসফলতা পেয়েছে। তার অভিনয় ক্যারিয়ারের সবচেয়ে আলোচিত সিনেমা ‘বাদশা’।
মাহিয়া মাহি বাংলাদেশের জনপ্রিয় নায়িকা। কলকাতার সিনেমায় এখন পর্যন্ত তাকে দেখা না গেলেও যৌথ প্রযোজিত সিনেমায় পাওয়া গেছে তাকে। ইফতেখার চৌধুরী পরিচালিত ‘অগ্নি-২’ সিনেমায় কলকাতার নবাগত নায়ক ওমের বিপরীতে। ‘অগ্নি-২’ বাংলাদেশে ব্যবসা করলেও কলকাতায় তেমন সাড়া ফেলতে পারেনি। এরপর অশোকপতি পরিচালিত ‘রোমিও ভার্সেস জুলিয়েট’ সিনেমায় অঙ্কুশের বিপরীতে অভিনয় করেছেন। সিনেমাটি দুই বাংলাতেই মৃদু ব্যবসা করেছে। এই সিনেমার ‘বেখেয়ালী মন’ গানটি শ্রোতাপ্রিয়তা পেয়েছিল। সিনেমায় মাহিকে নিয়ে একটা গান ছিল। নতুন আর কোনো যৌথ প্রযোজিত সিনেমায় মাহিয়া মাহির নাম শোনা যায়নি।
জনপ্রিয় মডেল রুহি কলকাতার ‘গ্ল্যামার’ সিনেমায় অভিনয় করেছেন। মহুয়া চক্রবর্তী পরিচালিত ‘গ্ল্যামার’ সিনেমায় রুহির বিপরীতে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। সিনেমাটি খুব বেশি আলোচনায় আসেনি। পরে আর কোনো কলকাতার সিনেমায় দেখা যায়নি রুহিকে।
জনপ্রিয় নায়িকা নিপুণ কলকাতার জনপ্রিয় অভিনেতা প্রসেনজিতের বিপরীতে অভিনয় করেছেন ‘পরিচয়’ নামের একটি সিনেমায়। রূপালী চ্যাটার্জী পরিচালিত ‘পরিচয়’ সিনেমার শ্যুটিং শেষ হয়ে গেলেও প্রযোজনা বিষয়ক ঝামেলার কারণে সিনেমাটি এখনো মুক্তি পায়নি। সেই কারণে নিপুণের সূচনাটা শুরুতেই থমকে আছে কলকাতায়।
বর্তমানের সবচেয়ে আলোচিত নায়িকা পরীমণি অভিনীত যৌথ প্রযোজিত ‘রক্ত’ সিনেমাটি মুক্তি পাচ্ছে ঈদুল আজহায়। ইতোমধ্যেই সিনেমার ‘ডানাকাটা পরী’ গানটা দুই বাংলাতেই শ্রোতারা পছন্দ করেছে। কলকাতার দু’একজন পরিচালকের সঙ্গে অভিনয়ের বিষয়ে কথা হয়েছে এমনই জানিয়েছেন। তবে তার জন্য অপেক্ষা করতে হবে কয়েক মাস।
জাকির হোসেন রাজু পরিচালিত ‘নিয়তি’ সিনেমা কলকাতায় মুক্তি পেয়েছে মাস তিনেক আগে। যৌথ প্রযোজিত ‘নিয়তি’ সিনেমায় আরিফিন শুভ আর জলি অভিনয় করেছেন। তবে নায়িকা হিসেবে কলকাতায় জলি ততটা গ্রহণযোগ্য হননি। তার কলকাতা মিশন ব্যর্থ বললে ভুল হবে না। নবাগত আরেক নায়িকা মিষ্টি জান্নাত অভিনয় করবেন কলকাতার সোহমের বিপরীতে- এমন শোনা গেলেও শ্যুটিং শুরু হয়নি সিনেমাটির।
চলতি সময়ের আলোচিত নায়িকা ববি কলকাতার একটি সিনেমায় অভিনয় করবেন। বিক্রম চোপড়া পরিচালিত ‘রংবেরং’ সিনেমায় ববির বিপরীতে কে অভিনয় করবেন সেটা এখনো জানা যায়নি। চলতি মাসের শেষের দিকে ‘রংবেরং’ সিনেমার শ্যুটিং শুরু হবে। বর্তমানে নিজের প্রযোজনায় ‘বিজলি’ সিনেমার শ্যুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন।
যৌথ প্রযোজিত ‘প্রেম কি বুঝিনি’ সিনেমায় অভিনয় করেছেন বাংলাদেশের জনপ্রিয় মডেল জান্নাতুল পিয়া। এই সিনেমায় আরো অভিনয় করেছেন কলকাতায় শুভশ্রী ও ওম। একটি বিশেষ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে পিয়াকে। পাশাপাশি মুম্বাইয়ের ভোগ ম্যাগাজিনের প্রচ্ছদে জায়গা পেয়েছেন।
জাহিদ আকবর
জয়া আহসানছবি : র্যাফ
মেকআপ অ্যান্ড স্টাইলিং : অরা বিউটি লাউঞ্জ
সোহানা সাবা
ছবি : শাহরিয়ার কবির হিমেল
মেকআপ অ্যান্ড স্টাইলিং : ফারজানা মুন্নি, কিউবেলা
নুসরাত ফারিয়াছবি : র্যাফ
মেকআপ অ্যান্ড স্টাইলিং : অরা বিউটি লাউঞ্জ
জলি
মাহিয়া মাহি
ববি
ছবি : শাহরিয়ার কবির হিমেল
মেকআপ অ্যান্ড স্টাইলিং : ফারজানা মুন্নি, কিউবেলা
বিদ্যা সিনহা মিম
ছবি : তুহিন হোসেন
মেকআপ অ্যান্ড স্টাইলিং : ফারজানা মুন্নি, কিউবেলা
নিপুণছবি : শাহরিয়ার কবির হিমেল
মেকআপ অ্যান্ড স্টাইলিং : ফারজানা মুন্নি, কিউবেলা
পিয়াছবি : শাহরিয়ার কবির হিমেল
মেকআপ অ্যান্ড স্টাইলিং : ফারজানা মুন্নি, কিউবেলা
পরীমণিছবি : শাহরিয়ার কবির হিমেল
রুহিছবি : শাহরিয়ার কবির হিমেল
মেকআপ অ্যান্ড স্টাইলিং : ফারজানা মুন্নি, কিউবেলা
Comments