যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে কার্যকর শুল্ক সাড়ে ৩৬ শতাংশ: বিজিএমইএ

বিজিএমইএ
রাজধানীতে বিজিএমইএ’র সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত

বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে কার্যকর শুল্ক হার দাঁড়াবে সাড়ে ৩৬ শতাংশ। এর মধ্যে ২০ শতাংশ পাল্টা শুল্ক ও বিদ্যমান শুল্ক সাড়ে ১৬ শতাংশ।

আজ শনিবার বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান এ তথ্য জানিয়েছেন।

বিজিএমইএ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, পোশাক উৎপাদনে ব্যবহৃত কাঁচামালের ২০ শতাংশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা হলে বাংলাদেশ কম শুল্কের সুবিধা পাবে।

উদাহরণ হিসেবে তিনি বলেন, পোশাক উৎপাদনে ব্যবহৃত তুলার ২০ শতাংশ যদি যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা হয় এবং সেই পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানি করা হয়, তাহলে ব্যবহৃত তুলার দামের ওপর ভিত্তি করে শুল্ক কমানো হবে।

বর্তমানে বাংলাদেশ থেকে রপ্তানি হওয়া পোশাকের ৭৫ শতাংশই তুলার তৈরি।

Comments