দেখে নিন বাংলাদেশের ম্যাচসহ এশিয়া কাপের সূচি

Bangladesh Cricket Team
ছবি: ফিরোজ আহমেদ

সব জল্পনা-কল্পনার অবসান ঘটেছে। আগামী ৯ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের মাটিতে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। যদিও টি-টোয়েন্টি সংস্করণের এবারের আসরটির মূল আয়োজক ভারত।

শনিবার বিকালে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্টে এশিয়া কাপ শুরু ও শেষের তারিখ জানান মহসিন নাকভি। এরপর সন্ধ্যায় আরেকটি পোস্টে বিস্তারিত সূচি প্রকাশ করেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি। তবে খেলাগুলোর ভেন্যু ও সময় এখনও নিশ্চিত হয়নি।

অংশগ্রহণকারী আটটি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। 'এ' গ্রুপে আছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও ওমান। 'বি' গ্রুপে বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।

প্রথম পর্বে কারা কোন গ্রুপে:

গ্রুপ 'এ': ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও ওমান

গ্রুপ 'বি': বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং

গ্রুপ পর্বের সূচি:

তারিখ ম্যাচ
৯ সেপ্টেম্বর আফগানিস্তান-হংকং
১০ সেপ্টেম্বর ভারত-সংযুক্ত আরব আমিরাত
১১ সেপ্টেম্বর বাংলাদেশ-হংকং
১২ সেপ্টেম্বর পাকিস্তান-ওমান
১৩ সেপ্টেম্বর বাংলাদেশ-শ্রীলঙ্কা
১৪ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান
১৫ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাত-ওমান
১৫ সেপ্টেম্বর শ্রীলঙ্কা-হংকং
১৬ সেপ্টেম্বর বাংলাদেশ-আফগানিস্তান
১৭ সেপ্টেম্বর পাকিস্তান-সংযুক্ত আরব আমিরাত
১৮ সেপ্টেম্বর শ্রীলঙ্কা-আফগানিস্তান
১৯ সেপ্টেম্বর ভারত-ওমান

সুপার ফোর ও ফাইনালের সূচি:

তারিখ ম্যাচ
২০ সেপ্টেম্বর বি১-বি২
২১ সেপ্টেম্বর এ১-এ২
২৩ সেপ্টেম্বর এ২-বি১
২৪ সেপ্টেম্বর এ১-বি২
২৫ সেপ্টেম্বর এ২-বি২
২৬ সেপ্টেম্বর এ১-বি১
২৮ সেপ্টেম্বর ফাইনাল

Comments

The Daily Star  | English

Govt publishes gazette of 1,558 injured July fighters

Of them, 210 have been enlisted in the critically injured "B" category, while the rest fall under the "C" category of injured fighters

2h ago