এক সেঞ্চুরিতে ভারতের বিপক্ষে রুটের দুই রেকর্ড

লর্ডসের পর ম্যানচেস্টার টেস্টেও দারুণ ব্যাটিংয়ে তিন অঙ্কের দেখা পেলেন জো রুট। টানা দ্বিতীয় শতকে এই সংস্করণে সবচেয়ে বেশি সেঞ্চুরি করা ব্যাটারদের তালিকায় তিনি ছুঁয়ে ফেললেন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারাকে। পাশাপাশি ভারতের বিপক্ষে দুটি রেকর্ড নিজের দখলে নিলেন ইংল্যান্ডের তারকা ব্যাটার।
ওল্ড ট্র্যাফোর্ডে চলমান ম্যাচে শুক্রবার তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে সেঞ্চুরি স্পর্শ করেন রুট। ৯৯ বলে ফিফটি পূরণের পর কিছুটা চালিয়ে খেলেন তিনি। শতরানে যেতে তাকে খেলতে হয় ১৭৮ বল।
বর্ণাঢ্য ক্যারিয়ারের ১৫৭তম টেস্টের ২৮৬তম ইনিংস খেলতে নামা রুটের এটি ৩৮তম সেঞ্চুরি। শ্রীলঙ্কার কিংবদন্তি সাঙ্গাকারা সমান সংখ্যক শতক হাঁকিয়েছেন ১৩৪ টেস্টের ২৩৩ ইনিংসে।
ক্রিকেটের সবচেয়ে অভিজাত সংস্করণে রুটের চেয়ে বেশি সেঞ্চুরি আছে আর কেবল তিনজনের। সাঙ্গাকারার মতো তারাও ইতোমধ্যে অবসরে গেছেন। তারা হলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি রিকি পন্টিং (১৬৮ টেস্টের ২৮৭ ইনিংসে ৪১ সেঞ্চুরি), দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি জ্যাক ক্যালিস (১৬৬ টেস্টের ২৮০ ইনিংসে ৪৫ সেঞ্চুরি) ও ভারতের কিংবদন্তি শচীন টেন্ডুলকার (২০০ টেস্টের ৩২৯ ইনিংসে ৫১ সেঞ্চুরি)।
শতক হাঁকিয়ে আরও দুটি অসাধারণ কীর্তি গড়েছেন ছন্দে থাকা রুট। সাদা পোশাকে ভারতের বিপক্ষে সবচেয়ে বেশি সেঞ্চুরির (১২টি) একক মালিকানা এখন তার। দুইয়ে নেমে গেছেন অস্ট্রেলিয়ার তারকা স্টিভেন স্মিথ (১১টি)।
এই সংস্করণে কোনো একটি নির্দিষ্ট দলের বিপক্ষে রুটের চেয়ে বেশি সেঞ্চুরি আছে দুজনের। তারা হলেন ভারতের কিংবদন্তি সুনীল গাভাস্কার ও অস্ট্রেলিয়ার প্রয়াত কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৩টি শতক পেয়েছেন গাভাস্কার। আর ব্র্যাডম্যান ইংল্যান্ডের বিপক্ষে করেছেন ১৯টি সেঞ্চুরি।
টেস্টে ঘরের আঙিনায় ভারতের বিপক্ষে এটি রুটের নবম সেঞ্চুরি। কোনো একটি নির্দিষ্ট দলের বিপক্ষে নিজেদের মাটিতে এতগুলো শতক নেই আর কোনো ব্যাটারের। দেশের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ব্র্যাডম্যানের শতরান আছে আটটি।
সেঞ্চুরির পর আরও কিছু পথ পাড়ি দিয়ে টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকও হয়েছেন রুট। তিনি এদিন টপকে গেছেন ভারতের রাহুল দ্রাবিড় (১৩২৮৮ রান), দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস (১৩২৮৯) ও অস্ট্রেলিয়ার রিকি পন্টিংকে (১৩৩৭৮)। তার উপরে এখন কেবল আছেন ভারতের শচীন টেন্ডুলকার (১৫৯২১ রান)।
এই প্রতিবেদন লেখার সময়, শেষ সেশনের পানি পানের বিরতি পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ৪ উইকেটে ৪৯৯ রান। রুট ২৪৬ বলে ১৫০ রানে ক্রিজে আছেন। তার সঙ্গী জেমি স্মিথ খেলছেন ১০ বলে ২ রানে। ভারত প্রথম ইনিংসে ৩৫৮ রানে অলআউট হওয়ায় ইংলিশরা এগিয়ে আছে ১৪১ রানে।
Comments