পাকিস্তানে চালু হচ্ছে সৌরচালিত টিকিটবিহীন ট্রাম

পাকিস্তানে সৌরচালিত ট্রাম
লাহোরে সৌরচালিত ট্রামটি পরীক্ষামূলকভাবে চলাচল করছে। ছবি: এক্স থেকে নেওয়া

দক্ষিণ এশিয়ার দারিদ্রপীড়িত দেশ পাকিস্তানে চালু হতে যাচ্ছে সৌরশক্তিচালিত ট্র্যাকবিহীন ট্রাম। চলাচলে থাকছে না টিকিটের ব্যবস্থাও।

দেশটির অন্যতম প্রধান শহর লাহোরের রাস্তায় চলবে ট্র্যাক ও টিকিটবিহীন এই ট্রাম।

গত সোমবার দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এই তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়—প্রচলিত রেল-ট্র্যাক না থাকায় এটি চলবে জিপিএস ও ডিজিটাল ম্যাপিংয়ের মাধ্যমে। পুরোপুরি বিদ্যুৎ-চালিত এই ট্রেনে ব্যাটারি থেকে শক্তির যোগান দেওয়া হবে।

এতে আরও বলা হয়, লাহোর বিমানবন্দরের কাছে ট্রামটির পরীক্ষামূলক চলাচল শুরু হয়েছে। চীনের সহায়তায় এই ট্রাম চালু হতে যাচ্ছে।

চীন ও পাকিস্তানের কর্মকর্তারা ট্রামটির পরীক্ষামূলক চলাচল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

দক্ষিণ এশিয়ায় এই প্রথম এমন ট্রাম চালু হতে যাচ্ছে বলেও প্রতিবেদনে জানানো হয়।

পাকিস্তানের গণপরিবহন বিভাগের এক কর্মকর্তা সংবাদমাধ্যমটিকে বলেন, 'এটি শুধু একটি ট্রামের পরীক্ষামূলক চলাচল নয়, এটি পাঞ্জাবের ভবিষ্যৎ গণপরিবহন ব্যবস্থার পরীক্ষাও বটে।'

পাকিস্তানের পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মারিয়াম নওয়াজ সম্প্রতি পরিবহন খাতের উন্নয়নে পাঁচসালা পরিকল্পনা অনুমোদন করেছেন। সেই পরিকল্পনা অনুসারে প্রদেশের ৩০টি শহরের মধ্যে স্বয়ংক্রিয়-দ্রুত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হবে।

ট্রামটি সৌরশক্তিতে চলবে বলেও জানিয়েছেন তিনি।

প্রতিবেদন অনুসারে, ট্রামটির প্রতি ট্রিপে ২৫০ থেকে ৩০০ যাত্রী চলাচল করতে পারবেন। প্রথম ধাপে ট্রামটি লাহোর-ফয়সালাবাদ-গুজরানওয়ালা শহরের মধ্যে চলাচল করবে। আগামী চার বছরে তা প্রদেশের ৩০ শহরে যুক্ত হবে। প্রতি ধাপে ১০টি করে শহর যোগ করা হবে।

লাহোরে এই ট্রামের পরীক্ষামূলক চলাচল আরও কয়েক সপ্তাহ চলবে। এটি সফল হলে আগামী বছরের শুরুতে আনুষ্ঠানিকভাবে ট্রাম চলাচল শুরু হবে।

এরপর তা রাজধানী ইসলামাবাদ, বন্দরনগরী করাচি ও গুরুত্বপূর্ণ শহর রাওয়ালপিন্ডিতে চালু হবে।

Comments

The Daily Star  | English

Govt publishes gazette of 1,558 injured July fighters

Of them, 210 have been enlisted in the critically injured "B" category, while the rest fall under the "C" category of injured fighters

1h ago