মিটফোর্ডে সোহাগ হত্যা: নারায়ণগঞ্জে এজাহারভুক্ত আরেক আসামি গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে ছাত্র নেতা গ্রেপ্তার
প্রতীকী ছবি। স্টার অনলাইন গ্রাফিক্স

পুরান ঢাকার ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ হত্যাকাণ্ডের ঘটনায় এজাহারভুক্ত আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

র‍্যাব-১১-এর অধিনায়ক এইচ এম সাজ্জাদ হোসেন আজ মঙ্গলবার সকালে দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত রাত ১টার দিকে নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামি নান্নুকে গ্রেপ্তার করা হয়।

সোহাগ হত্যাকাণ্ডের ঘটনায় এ নিয়ে এখন পর্যন্ত মোট আটজনকে গ্রেপ্তার করা হলো।

Comments