চাঁদাবাজ ও মুজিববাদের নতুন পাহারাদার এসেছে, তাদের প্রতিহত করতে হবে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি চাঁদাবাজ ও মুজিববাদের নতুন পাহারাদার হিসেবে আবির্ভূত হয়েছে, তাদেরকে প্রতিহত করতে হবে।
'দেশ গঠনে জুলাই পদযাত্রা'র অংশ হিসেবে আজ সোমবার দুপুরে পটুয়াখালীতে এনসিপির সমাবেশে এ কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, 'আমরা বলেছিলাম বাংলাদেশে মুজিববাদ একটি বিভাজন তৈরি করেছে। মুজিববাদী সংবিধান বাংলাদেশ রাষ্ট্রকে এগোতে দেয়নি। কিন্তু সেই মুজিববাদী সংবিধান সেই বাহাত্তরের সংবিধানকে টিকিয়ে রাখতে চাচ্ছে এখন বিএনপি।'
তিনি বলেন, 'বিএনপি এখন চাঁদাবাজদের দল তৈরি হয়েছে, মুজিববাদের নতুন পাহারাদার হিসেবে আবির্ভূত হয়েছে। এই চাঁদাবাজ ও মুজিববাদের নতুন পাহারাদারদের আপনাদের প্রতিহত করতে হবে, তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে।'
নাহিদ বলেন, বিএনপি এখন বিগত সরকারের মতোই দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। চব্বিশের জুলাইয়ে আমরা শুধু শেখ হাসিনার বিরুদ্ধে সংগ্রাম-লড়াই করি নাই, আমরা চাঁদাবাজ, সন্ত্রাস ও দুর্নীতির মূলোৎপাটনের জন্য আন্দোলন করেছি। যারা চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, তাদের সঙ্গে আমাদের ঐক্য সম্ভব নয়।'
'আমরা আগে বিশ্বাস করতাম আমাদের শত্রু দেশের বাইরে। কিন্তু এখন দেখি শত্রু আমাদের দেশের মধ্যেই। আমরা দেখি, দেশ এখনো মাফিয়া আমলতন্ত্রের কাছে জিম্মি। আমরা বিগত বছরগুলোতে চলতে থাকা সিস্টেমের বিরুদ্ধে কথা বলছি বলেই আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলমান। আমাদের বিভাজন করে রাখার চেষ্টা হচ্ছে, যাতে আমরা ঐক্যবদ্ধ হতে না পারি। তবে জনসমর্থন নিয়ে আমরা এসব ষড়যন্ত্রের জবাব দেব,' বলেন তিনি।
নাহিদ বলেন, 'আগামী ৩ আগস্ট আমরা "জুলাই সনদ" আদায় করে ছাড়ব। আজকে আমরা পটুয়াখালী থেকে ঘোষণা করতে চাই যত ষড়যন্ত্রই হোক না কেন আমাদের এই পদযাত্রা অব্যাহত থাকবে।'
Comments