কণ্ঠশিল্পী ফরিদা পারভীন এখন কেমন আছেন

ফরিদা পারভীন । সংগৃহীত ছবি

খ্যাতিমান কণ্ঠশিল্পী শিল্পী ফরিদা পারভীনকে আইসিইউ থেকে কেবিনে নেওয়া হয়েছে।

আজ সোমবার ফরিদা পারভীনের ছেলে সন্তান ইমাম জাফর নূমানী দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, 'গতকাল রোববার রাতে মাকে আইসিইউ থেকে কেবিনে নেওয়া হয়েছে। মা আগের চেয়ে ভালো আছেন, কথাও বলতে পারছেন।'

'ডাক্তার বলেছেন, ভিজিটর নিয়ন্ত্রণ করতে না পারলে অবস্থা আবারও আগের মতই হয়ে যাবে। তিনি যেন সম্পূর্ণ সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরতে পারেন, সবার কাছে এ দোয়াই চাইছি।'

তিনি আরও বলেন, 'তবে তিনি কবে বাসায় যেতে পারবেন তা এই মুহূর্তে বলতে পারছি না। আরও দুই তিন দিন পর এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবেন চিকিৎসকরা।'

ফরিদা পারভীন গত ৫ জুলাই থেকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তিনি কিডনি রোগসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। এরপর তার অবস্থার অবনতি হলে, উন্নত চিকিৎসার জন্য ৯ জুলাই বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি বোর্ড গঠন করা হয়।

ফরিদা পারভীন ১৯৬৮ সালে রাজশাহী বেতারের তালিকাভুক্ত শিল্পী হিসেবে নজরুল সংগীত পরিবেশন করেন। ১৯৭৩ সালে দেশের গান গেয়ে জনপ্রিয়তা লাভ করেন। ১৯৮৭ সালে একুশে পদক পান। ২০০৮ সালে তিনি জাপান সরকারের পক্ষ থেকে 'ফুকুওয়াকা এশিয়ান কালচার' পুরস্কার পান। ১৯৯৩ সালে প্লেব্যাকের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান বরেণ্য এই কণ্ঠশিল্পী।

Comments

The Daily Star  | English

Why was July 2025 wetter in Bangladesh?

Bangladesh experienced three low-pressure systems on July 7, July 14 and July 24 which led to heavy rain

55m ago