রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীসহ নিহত ২

রাজধানীর বিমানবন্দর এলাকা ও মিরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীসহ দুজন নিহত হয়েছেন।

তারা হলেন, আশরাফুল আলম (৩২) ও আহসানউল্লাহ সরদার (৬৩)।

গতরাত সাড়ে ১১টার দিকে বিমানবন্দরের তিন নম্বর টার্মিনালের সামনের রাস্তায় পিকআপের ধাক্কায় আহত হন আশরাফুল। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সোয়া ২টার দিকে মারা যান। 

অপরদিকে, রাত সোয়া ১২টার দিকে মিরপুর ১ নম্বর সেকশনে ফলের আড়তের সামনে রাস্তা পারাপারের সময় অটোরিকশার ধাক্কায় আহত হন আহসানউল্লাহ। স্বজনরা তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৫টার দিকে মারা যান তিনি। 

নিহত আহসানউল্লাহ সরদারের ছেলে ইয়াসিন আরাফাত জানান, তাদের বাড়ি শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার মিলনকান্দি গ্রামে। বর্তমানে মিরপুর দারুসসালাম জাহানারাবাদ বেড়িবাঁধ এলাকায় থাকেন। তার বাবা মিরপুরে ফলের আড়তের ম্যানেজার ছিলেন। রাতে বাসা থেকে ফলের আড়তে যাচ্ছিলেন। রাস্তা পারাপারের সময় দুর্ঘটনায় পড়েন তিনি।

অপর নিহত আশরাফুল আলমের চাচাতো ভাই হাসান আল আরিফ জানান, তাদের বাড়ি গাজীপুরের জয়দেবপুরে। রাতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় বিমানবন্দরের তিন নম্বর টার্মিনালের সামনে আসলে পিকআপের ধাক্কায় আহত হন আশরাফুল। পরে বিমানবন্দর পুলিশের সহায়তায় ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, নিহত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

Comments

The Daily Star  | English
students to block Shahbagh tonight in protest

Chhatra Dal blocks Shahbagh protesting mobs, academic disruption

JCD leaders and activists began gathering at Nayapaltan area earlier in the afternoon

26m ago